দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে সড়ক ঢালাই, সকালেই কাদা

অব্যবস্থাপনা ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে সকালেই ঢালাই পরিণত হয় কাদায়। ছবি : কালবেলা
অব্যবস্থাপনা ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে সকালেই ঢালাই পরিণত হয় কাদায়। ছবি : কালবেলা

রাজশাহীর দুর্গাপুর সিংগা বাজারে রাতের আঁধারে সড়কে আরসিসি ঢালাই কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। অব্যবস্থাপনা ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে সকালেই ঢালাই পরিণত হয় কাদায়।

এদিকে রাতের আঁধারে এমন ঢালাই কাজ করায় স্থানীয়রা অভিযোগ করেছেন, নিম্নমানের সামগ্রী দিয়ে আরসিসি ঢালাই করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা।

জানা গেছে, নওগাঁর মুহাম্মদ আমিনুল হক প্রাইভেট লিমিটেড নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান ২৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৭৪৫ টাকা চুক্তিতে দুর্গাপুর উপজেলার তিনটি পাকা সড়ক নির্মাণ ও বাজার এলাকায় আরসিসি টালাই কাজ শুরু করেন।

ঢালাইয়ের পর সড়ক টেকসইয়ের জন্য চারপাশ বেঁধে পানিবন্দি করে রাখার নিয়ম থাকলেও তা মানা হয়নি। এমনকি কোনো প্রকার পানির ছিটাফোঁটাও পড়েনি। এদিকে সড়কের অপর পাশে শনিবার রাতে আবারও রাতের আঁধারে তড়িঘড়ি করে ঢালাই করা হয়।

রোববার স্থানীয় হাটবার হওয়ায় ঢালাইয়ের সঙ্গে সঙ্গে বাজারে লোকজন ও যানবাহন চলাচল করায় কাদামাটা হয়ে যায় পুরো ঢালাই সড়ক।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, হাটবার যেনেও তারা ঢালাই করেছে। ফলে মানুষ ও যানবাহন চলার কারণে পুরো সড়কের অনেকটাই নষ্ট হয়ে গেছে। এর জন্য সংশ্লিষ্টরাই দায়ী।

ব্যবসায়ী জামাল উদ্দিন জানান, সড়ক ঢালাইয়ের আগে হুটহাট করে সড়কের দুই পাশে ইট গাঁথে তারা। এরপর দেখি হঠাৎ রাতের আঁধারে সড়কটি ঢালাই হয়ে গেছে।

সিংগা হাটে পিঁয়াজ বিক্রি করতে আসা আনোয়ার হোসেন বলেন, আমরা হাটবার ভোরে পিঁয়াজ নিয়ে বাজারে আসি। এসে দেখি রাস্তা কাদা হয়ে আছে। পরে দেখি কাদা না, রাস্তা ঢালাই করা হয়েছে। বাধ্য হয়ে তার ওপর দিয়েই ভ্যানগাড়িতে পিঁয়াজ নিয়ে গেলাম।

তিনি আরও বলেন, এই ঢালাই কাজ যদি বৃহস্পতিবার করা হতো তাহলে এমন হতো না। তারা তাদের ইচ্ছেমতো কাজ করায় এক দিকে সড়কের ক্ষতি হয়েছে, অন্যদিকে জনদুর্ভোগের সৃষ্টি হলো।

এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর উপজেলা প্রকৌশলী মাসুকই মোহাম্মদ বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান আরসিসি ঢালাই কাজ শেষে ২৮ দিন পরে তারা আমাদের কাজ বুঝিয়ে দিবে। ঢালাই কাজে যদি কোনো সমস্যা বা অনিয়ম হয়ে থাকে তাহলে আমরা নিয়ম অনুসারে ঠিকাদার প্রতিষ্ঠানকে চিঠি করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যসহ ২ জনের

রাজশাহীতে ৬০ হারানো ফোন ফিরিয়ে দিল পুলিশ

বাঙলা কলেজ ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার

চবিতে অনুষ্ঠিত হচ্ছে ‘সামুদ্রিক মৎস্য ও নীল উদ্ভাবন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

অবৈধ ফোন বেচাকেনা নিয়ে বিটিআরসির নির্দেশ

সংরক্ষিত বনের গাছ বিক্রির অভিযোগ বিট কর্মকর্তার বিরুদ্ধে

আইপিএলে দল পেলেন না বাংলাদেশের কেউই

‘১০ লাখ মোবাইল ফোনের আইএমইআই নম্বর একই’

প্রতিবন্ধী নারীর ভাতার টাকা যায় আ.লীগ নেতার পকেটে

নির্বাচন করবেন কি না জানালেন প্রেস সচিব

১০

আবারও পেছাল বিপিএল

১১

যে গ্রামে শত বছর ধরে টিকে আছে শাঁখারি শিল্প

১২

শয়তানের নিশ্বাস ছড়িয়ে ধর্ষণ

১৩

স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারকালে ধরা

১৪

মগবাজারে বহুতল ভবনে আগুন

১৫

ফজলুর রহমানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

১৬

কয়েক কোটি টাকা নিয়ে ব্যাংক কর্মকর্তা উধাও

১৭

হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৭৫

১৮

হৃদয়ের একার লড়াইয়ের পরও বাংলাদেশের বড় পরাজয়

১৯

সিমিউই-৬ সাবমেরিন কেবল প্রকল্পে নতুন পিডি জাকিরুল আলম 

২০
X