দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে সড়ক ঢালাই, সকালেই কাদা

অব্যবস্থাপনা ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে সকালেই ঢালাই পরিণত হয় কাদায়। ছবি : কালবেলা
অব্যবস্থাপনা ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে সকালেই ঢালাই পরিণত হয় কাদায়। ছবি : কালবেলা

রাজশাহীর দুর্গাপুর সিংগা বাজারে রাতের আঁধারে সড়কে আরসিসি ঢালাই কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। অব্যবস্থাপনা ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে সকালেই ঢালাই পরিণত হয় কাদায়।

এদিকে রাতের আঁধারে এমন ঢালাই কাজ করায় স্থানীয়রা অভিযোগ করেছেন, নিম্নমানের সামগ্রী দিয়ে আরসিসি ঢালাই করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা।

জানা গেছে, নওগাঁর মুহাম্মদ আমিনুল হক প্রাইভেট লিমিটেড নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান ২৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৭৪৫ টাকা চুক্তিতে দুর্গাপুর উপজেলার তিনটি পাকা সড়ক নির্মাণ ও বাজার এলাকায় আরসিসি টালাই কাজ শুরু করেন।

ঢালাইয়ের পর সড়ক টেকসইয়ের জন্য চারপাশ বেঁধে পানিবন্দি করে রাখার নিয়ম থাকলেও তা মানা হয়নি। এমনকি কোনো প্রকার পানির ছিটাফোঁটাও পড়েনি। এদিকে সড়কের অপর পাশে শনিবার রাতে আবারও রাতের আঁধারে তড়িঘড়ি করে ঢালাই করা হয়।

রোববার স্থানীয় হাটবার হওয়ায় ঢালাইয়ের সঙ্গে সঙ্গে বাজারে লোকজন ও যানবাহন চলাচল করায় কাদামাটা হয়ে যায় পুরো ঢালাই সড়ক।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, হাটবার যেনেও তারা ঢালাই করেছে। ফলে মানুষ ও যানবাহন চলার কারণে পুরো সড়কের অনেকটাই নষ্ট হয়ে গেছে। এর জন্য সংশ্লিষ্টরাই দায়ী।

ব্যবসায়ী জামাল উদ্দিন জানান, সড়ক ঢালাইয়ের আগে হুটহাট করে সড়কের দুই পাশে ইট গাঁথে তারা। এরপর দেখি হঠাৎ রাতের আঁধারে সড়কটি ঢালাই হয়ে গেছে।

সিংগা হাটে পিঁয়াজ বিক্রি করতে আসা আনোয়ার হোসেন বলেন, আমরা হাটবার ভোরে পিঁয়াজ নিয়ে বাজারে আসি। এসে দেখি রাস্তা কাদা হয়ে আছে। পরে দেখি কাদা না, রাস্তা ঢালাই করা হয়েছে। বাধ্য হয়ে তার ওপর দিয়েই ভ্যানগাড়িতে পিঁয়াজ নিয়ে গেলাম।

তিনি আরও বলেন, এই ঢালাই কাজ যদি বৃহস্পতিবার করা হতো তাহলে এমন হতো না। তারা তাদের ইচ্ছেমতো কাজ করায় এক দিকে সড়কের ক্ষতি হয়েছে, অন্যদিকে জনদুর্ভোগের সৃষ্টি হলো।

এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর উপজেলা প্রকৌশলী মাসুকই মোহাম্মদ বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান আরসিসি ঢালাই কাজ শেষে ২৮ দিন পরে তারা আমাদের কাজ বুঝিয়ে দিবে। ঢালাই কাজে যদি কোনো সমস্যা বা অনিয়ম হয়ে থাকে তাহলে আমরা নিয়ম অনুসারে ঠিকাদার প্রতিষ্ঠানকে চিঠি করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাল্টে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের সময়

১৭ জেলায় রাতে ঝড়ের আভাস

ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না : রাশেদ প্রধান

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন শহিদুল আলম

এরদোয়ানের সবুজ সংকেত, গাজা মিশনের জন্য প্রস্তুত তুর্কি সেনা

শাহবাগের তিন জায়গায় ৩ জনের মরদেহ

মিয়ানমারে আবারও সংঘাত, সীমান্তে গোলাগুলি

এক রাতে ছয়টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

এবার ইসরায়েলে মোতায়েন হবে মার্কিন সেনা

১০

ট্রাম্পের নোবেল না পাওয়ার কারণ জানাল শান্তি কমিটি

১১

সেলস বিভাগে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

১২

ডিএমপির ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে রদবদল

১৩

বিএনপির ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে হবে : কফিল উদ্দিন

১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত নজরুল / ‘যদি ফোন বন্ধ থাকে, ধরে নিও আমি বেঁচে নেই’

১৫

টাইফয়েড টিকা নিয়ে জরুরি ৫ প্রশ্নের সমাধান

১৬

টি ব্যাগ দিয়ে তৈরি চা কি শরীরের জন্য নিরাপদ? কি বলছেন পুষ্টিবিদ

১৭

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তদের দায়মুক্তি নিয়ে যা বললেন আসিফ নজরুল 

১৮

দেশের এমবিবিএস শিক্ষায় সাইকিয়াট্রির গুরুত্ব কেন এত কম

১৯

ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের

২০
X