ছিনতাই করা অটোরিকশা বিক্রির সময় ক্রেতাসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার তেলকুপি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, সয়া গোবিন্দ খান সাহেবের মাঠ এলাকার গোলাম মোস্তফার ছেলে ছিনতাই ও চুরির মালামাল ক্রেতা আসাদুল (৪০), বেলকুচি উপজেলার বড় বেড়া খারুয়া গ্রামের মো. সানোয়ার হোসেনের ছেলে শাহিন রেজা (২৪) ও সদর উপজেলার সয়া গোবিন্দ গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. রাব্বি (২৪)।
সদর থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, গত ৪ ফেব্রুয়ারি বেলকুচি থানার রাজাপুর এলাকায় সজীব নামে এক চালককে বেঁধে অটোরিকশা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ছিনতাই হওয়া ওই অটোরিকশাটি তেলকুপি বাজারে আসাদুলের কাছে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আসাদুলসহ দুই ছিনতাইকারী শাহিন ও রাব্বিকে গ্রেপ্তার করা হয়।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অটোচালকদের অতিরিক্ত ভাড়ার লোভ দেখিয়ে দূরে নির্জন স্থানে নিয়ে অজ্ঞান অথবা হত্যার হুমকি দিয়ে অটোরিকশা ছিনতাই করে।
গত ১৮ জানুয়ারি একই কায়দায় সিরাজগঞ্জ কোর্ট এলাকা থেকে মনিরুল নামে এক অটোরিকশাচালককে অতিরিক্ত ভাড়ার লোভ দেখিয়ে বেলকুচির তামাই নিয়ে যায়। সেখানে কফির মধ্যে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে মনিরুলকে অজ্ঞান করে তাকে মাঠের মধ্যে ফেলে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। দুটি ঘটনায় মামলা দায়ের হয়েছে। ছিনতাইয়ে জড়িত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।
মন্তব্য করুন