দেবরকে গ্রেপ্তারের সময় বৃদ্ধা ভাবির মৃত্যু হয়েছে। নিহত ভাবির নাম চাম্পা বেগম (৬৫)। সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলা সাঙ্গন গ্রামে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও নিহত বৃদ্ধার পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত সাড়ে ১২টার দিকে এসআই ফরহাদের নেতৃত্বে পুলিশের একটি দল মকবুল আলী বলাইকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর চাম্পা বেগম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
নিহত চাম্পা বেগমের মেয়ে হাসিনা বেগম বলেন, আমার চাচা মকবুল আলীর নামে একটি মামলার ওয়ারেন্ট থাকায় ঘটনার দিন রাতে পুলিশ আমাদের বাড়িতে হানা দেয়। এ সময় পুলিশ আমার চাচার ঘরে না গিয়ে আমাদের ঘরে তল্লাশি চালায়। এ সময় ভয় পেয়ে আমার অসুস্থ মা মৃত্যুবরণ করেন।
স্থানীয় ইউপি সদস্য শরফ উদ্দিন জানান, পুলিশ আসামি ধরে নেওয়ার পর বৃদ্ধা চাম্পা বেগমের মৃত্যু হয়েছে বলে শুনেছি।
এ বিষয়ে জানতে চাইলে জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন বলেন, আসামি গ্রেপ্তারের সময় মৃত্যুর ঘটনাটি আমার জানা নেই।
মন্তব্য করুন