শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

গারো পাহাড়ের সৌন্দর্যে পর্যটকদের আগ্রহ কি কমছে!

গজনী অবকাশকেন্দ্রে পর্যটক শূন্য লেক। ছবি : কালবেলা
গজনী অবকাশকেন্দ্রে পর্যটক শূন্য লেক। ছবি : কালবেলা

ভরা মৌসুমেও শেরপুরের গজনী অবকাশকেন্দ্রে চলছে পর্যটক খরা। দেশের উত্তরের গারো পাহাড়ের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর দর্শনার্থীদের পদচারনায় মুখর থাকলেও এবার পর্যটকের তেমন আনাগোনা নেই। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

এ পরিস্থিতির জন্য জাতীয় নির্বাচন ও শীতের তীব্রতা বেশি থাকাকে মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে। তবে স্থানীয়রা বলছেন, দূরের দর্শনার্থীদের আবাসিক সুবিধা এবং নিরাপত্তাহীনতার আশঙ্কা পর্যটকদের দূরে ঠেলে দিচ্ছে।

প্রতি বছর এ সময়ে দর্শনার্থীরা শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের নৈসর্গিক দৃশ্য অবলোকন করতে আসেন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত থাকে প্রাণচাঞ্চল্য। ডিসেম্বরের শুরু থেকে সরকারি ও বেসরকারি অনেক প্রতিষ্ঠানে ছুটি থাকায় মানুষের ঢল নামে। আর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ভিড় জমায়।

তবু যে কয়জনের দেখা মিলছে তাদের সঙ্গে কথা হয় প্রতিবেদকের। মানিকগঞ্জ থেকে আসা ব্যাংক কর্মকর্তা রহিম তালুকদার বলেন, এতো দূর থেকে এক দিনের ভ্রমণ কষ্টকর। থাকার মতো জায়গা না থাকায় ছেলে-মেয়ে রেখে শুধু স্বামী-স্ত্রী এসেছি।

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থেকে আসা স্কুল শিক্ষক হাকিম আহমেদ এখানে ঘুরতে এসে অখুশি। তিনি বলেন, প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী নিয়ে এখানে এসেছি। যার অর্ধেকের বেশি মেয়ে। মেয়েদের সমস্যা হলে নিরাপত্তা কে দেবে? নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি তার।

পর্যটনকেন্দ্রটির ব্যবসায়ী ছানুয়ার হোসেন বলেন, এবার ব্যবসা একেবারে খারাপ। দিন দিন ব্যবসা খারাপ হচ্ছে। এখানই দর্শনার্থী বাড়ানোর জন্য সরকারের পদক্ষেপ নেওয়া দরকার।

বোট ক্লাবের ম্যানেজার এরশাদ হোসেন বলেন, ব্যবসা একেবারে লসের দিকে। এই ফেব্রুয়ারি মাসটাই আমাদের মূল সময়। এই মাসে ব্যবসা না হলে একেবারে লস হয়ে যাবে।

ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সহসভাপতি রিয়াজ খন্দকার বলেন, এখানে পঞ্চাশের অধিক ফটোগ্রাফার আছেন। মানুষই নেই; ব্যবসা কী দিয়ে হবে। কেন্দ্রটি জমজমাট করতে সরকারের কিছু করা দরকার।

শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম বলেন, পর্যটকদের নিরাপদে ভ্রমণের জন্য ট্যুরিস্ট পুলিশ স্টেশন স্থাপনের জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। এ ছাড়া পর্যটকদের আকৃষ্ট করতে ইতিমধ্যে মোটেল স্থাপনের জন্যও প্রস্তাবনা দেওয়া হয়েছে।

১৯৯৩ সালে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তঘেঁষা ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে ৯০ একর জায়গাজুড়ে গড়ে তোলা হয় গজনী অবকাশ কেন্দ্রটি। ধাপে ধাপে পর্যটন কেন্দ্রটিতে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন লেক, ওয়াচ টাওয়ার, মিনি চিড়িয়াখানা, বাহারি গাছের পাহাড়ের মাঝ দিয়ে আঁকাবাঁকা সড়ক, ছোট-বড় মাঝারি টিলা, পাহাড়ের বুক জুড়ে তৈরি হয়েছে সুদীর্ঘ ওয়াকওয়ে ও কৃত্রিম জলপ্রপাতসহ নানা স্থাপনা। গত বছর এখানে যুক্ত হয়েছে দৃষ্টিনন্দন ঝুলন্ত ব্রিজ, ক্যাবল কার ও জিপ লাইনিংসহ বেশ কিছু স্থাপনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছিন্নমূল বৃদ্ধাদের নিয়ে দোয়া মাহফিল

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম

‘সুযোগ হাতছাড়া করায় ভীষণ হতাশ জয়-মুমিনুলরা’

বিএনপি ক্ষমতায় গেলে টেলিকমসহ সব নীতিমালা রিভিউ করবে : আমির খসরু

বিয়েতে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ

৮০০ বছর ধরে শক্তি জমছে নরসিংদী অঞ্চলে, বড় ভূমিকম্প হবেই

বাংলাদেশিদের আপ্যায়নে আবেগাপ্লুত সাদিও মানে

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন রবিন

প্রাইম ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠিত

নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে : জামায়াত আমির

১০

দল থেকে সুখবর পেলেন বিএনপির ১০ নেতা

১১

অ্যালকালাইন ওয়াটার আসলে কতটা উপকারী

১২

শক্তিশালী পিঠ বানানোর আশা ছেড়েই দিয়েছিলাম : সামান্থা

১৩

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

১০০ দিনে ক্যাপিটালসে মোস্তাফিজকে ঘিরে অদ্ভুত নাটক

১৫

এ ভূমিকম্পের উৎপত্তিস্থলও নরসিংদী

১৬

‘সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে’

১৭

গৌহাটিতে প্রথম দিন শেষে চাপে প্রোটিয়ারা

১৮

ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা, কবে কোথায় আঘাত হানবে

১৯

আইরিশদের হোয়াইটওয়াশ করার সন্নিকটে বাংলাদেশ

২০
X