কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাইকেরছড়া ইউনিয়নের কোম্পানি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের আইজুদ্দিন (৮০) এবং ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে রুবেল মিয়া (১৭)।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে আইজুদ্দিন রাস্তা পার হওয়ার সময় ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা নসিমনের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন। এ ঘটনায় ভটভটিচালকের সহকারী রুবেলের দুই পা থেঁতলে যায়।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ভুবিভাগের কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পৃথক অ্যাম্বুলেন্সে রংপুর যাওয়ার পথে রাত ৮টার দিকে তাদের মৃত্যু হয়।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, এ বিষয়ে কেউ কোনো সংবাদ জানায়নি। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন