ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল, সৎমা আটক

কুমিল্লা জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
কুমিল্লা জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

আয়শা সিদ্দিকা নামের ৭ বছরের এক শিশুকে সৎমা কর্তৃক নির্যাতনের ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। গত দুই-তিন দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এমন অমানুষিক নির্যাতনের ভিডিও ও ছবি দেখে শিশুটির সৎমায়ের শাস্তি দাবি করে বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করেছেন নানা শ্রেণিপেশার মানুষ।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার রমিজ ক্যাশিয়ারের বাড়িতে গত কিছু মাস ধরে এমন ঘটনা ঘটে আসছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্যাতিত শিশুর মামা মো. কামাল হোসেন বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন। পরে এ ঘটনায় অভিযুক্ত সৎমা তাছলিমা আক্তারকে আটক করেছে থানা পুলিশ।

এলাকাবাসী ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, নির্যাতিত শিশু আয়শা সিদ্দিকার মা গত ৯ মাস পূর্বে মারা যান। এরপর শিশুটির বাবা মো. বাছির উদ্দিন মেয়ের দেখাশোনার জন্য কিছুদিন পরে একই এলাকার তাছলিমা আক্তার নামের নারীকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর তিনি প্রবাসে (মালদ্বীপ) চলে যান। এরপর থেকে সৎমা তাছলিমা আক্তার শিশু আয়শা সিদ্দিকার ওপর অমানুষিক নির্যাতন শুরু করেন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ফরিদ উদ্দিনকে অবহিত করলে তিনি শিশুটির সৎমা তাছলিমা আক্তারের বাড়ি গিয়ে একাধিকবার জিজ্ঞাসাবাদ করলে সৎ মা তাছলিমা আক্তার শিশু আয়শা সিদ্দিকাকে আর মারধর করবে না বলে কথা দিলেও পরবর্তীতে আবারও সৎমা তাছলিমা আক্তার শিশু আয়শা সিদ্দিকার ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন। এরই ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারি রাতে ঘরের দরজা জানালা বন্ধ করে শিশু আয়শা সিদ্দিকাকে প্রচণ্ড মারধর করে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য ফরিদ উদ্দিন বাধ্য হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে শিশুটির ওপর নির্যাতনের নানা চিত্র তুলে ধরে ছবি ও ভিডিওসহ একাধিক পোস্ট করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। শিশু আয়শা সিদ্দিকাকে তার মামা মো. কামাল হোসেন আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে আহত শিশুটি ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।

এ ব্যপারে শিশুটির বড় ভাই সাবিদুল ইসলাম জয় বলেন, আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আবারও বিয়ে করেন। আমার বাবা বিয়ের কিছুদিন পর মালদ্বীপ চলে যান। আমিও বাড়ি থাকি না। এই সুযোগে আমার সৎমা আমার ছোট বোন আয়শাকে শারীরিক ও অমানুষিকভাবে প্রতিদিনই নির্যাতন করে আসছেন। গত ৪ ফেব্রুয়ারি রাতে আমার বোনকে হত্যার উদ্দেশ্যে ঘরের দরজা জানালা বন্ধ করে মারধর করেন, এ সময় আমার বোন প্রাণে বাঁচতে চিৎকার দিলে আমার সৎমা আমার বোনের গলা চেপে ধরেন। আমি আমার বোনের ওপর এই অমানুষিক নির্যাতনের বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য ফরিদ উদ্দিন মেম্বার বলেন, মাহারা শিশু আয়শার ওপর তার সৎমায়ের নির্যাতনের বিষয়ে শিশুটির মামা আমাকে একাধিকবার অবহিত করেছেন। এ বিষয়ে অভিযুক্ত সৎমা তাছলিমা আক্তারকে জিজ্ঞাসাবাদ করলে সে আর নির্যাতন করবে না বলেও প্রতিশ্রুতি দেয়। কিন্তু আদতে সে নির্যাতন বন্ধ করেনি, বরং সে শিশুটির ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। পরে আমি বাধ্য হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ফেসবুকে আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে অবুঝ শিশুটির নির্যাতনের ছবি ও ভিডিও পোস্ট দিই।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, শিশু আয়শা সিদ্দিকাকে সৎমা কর্তৃক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সৎমাকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি কি সত্যিই ত্বক উজ্জ্বল করে

তিশার বিরুদ্ধে ভারতীয় প্রযোজকের অর্থ আত্মসাতের অভিযোগ

ভূমিকম্প / বুয়েট বিশেষজ্ঞের সমন্বয়ে ঢাবিতে হল পরিদর্শন শুরু

কংক্রিট নির্ভর উন্নয়ন ঢাকাকে অনিরাপদ করেছে : পরিবেশ উপদেষ্টা

সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুপালি বরখাস্ত, এলাকায় মিষ্টি বিতরণ

মহাসড়কের পাশে মিলল কাপড়ে মোড়ানো নবজাতক 

ইউআইইউতে ভূমিকম্পের ঝুঁকি এবং নিরসন বিষয়ক সেমিনার

বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের সেনা-বিজিপির ৫ সদস্য

হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

র‌্যাবের হাতে গ্রেপ্তার অপহরণ মামলার আসামি সম্রাট

১০

স্মার্টফোন যেভাবে ভূমিকম্প শনাক্ত করে

১১

ছাত্রদলের ১ ইউনিটের কমিটি স্থগিত

১২

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে নেবে ১ হাজার ১৫২ জন

১৩

এরিয়া সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিক্স

১৪

বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডসের ‘সিইও অব দ্য ইয়ার ২০২৫’ সিটি ব্যাংকের মাসরুর আরেফিন

১৫

ইসরায়েলসহ মিত্রদের হয়ে গুপ্তচরবৃত্তি, ১৭ জনের মৃত্যুদণ্ড

১৬

জাতীয় ইমাম-খতিব সম্মেলনে চরমোনাই পীর / আলেমদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া যাবে না

১৭

ইপিআই টিকাকেন্দ্রে আগুন

১৮

কৃষি ব্যাংক স্টাফ কলেজে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

১৯

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা

২০
X