রাজবাড়ীতে গ্রাম পুলিশ রনজিৎ কুমার হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে চুরি হওয়া একটি ছাগল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ইজিবাইকও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি মুক্তার শেখ ফরিদপুরের মধুখালী উপজেলার ঝাউকাঠি গ্রামের আজিদ শেখের ছেলে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ। এ ঘটনায় অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
জানা যায়, গত ৬ জানুয়ারি সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে মেহগনি বাগান থেকে রণজিৎ কুমারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের তদন্তে বেরিয়ে আসে- ঘটনার রাতে তিনজন ওই এলাকার দুটি বাড়ি থেকে দুটি ছাগল চুরি করে।
নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের টহল থাকায় আসামিরা ওই মেহগনি বাগানে অবস্থান করে। এরপর রাত ৩টার দিকে প্রকৃতির ডাকে রণজিৎ ওই বাগানে গেলে আসামিদের চিনে ফেলেন। ওই সময় আসামিদের থানায় ধরিয়ে দিতে চাইলে তারা গামছা দিয়ে রণজিৎ কুমারকে শ্বাসরোধে হত্যা করে।
মন্তব্য করুন