ভারতের আসাম রাজ্যের শিলচরে শনি ও রোববার (১০ ও ১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ‘ধামাইল ও কন্যা প্রতিযোগিতা’। শিশু উদ্যানে সম্মিলিত লোকমঞ্চ আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিতে ভারত গেছে সুনামগঞ্জের একটি ধামাইল দল।
এ ধামাইল দলের পরিচালক ও বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার রায় শিপলু বলেন, শুক্রবার সকাল ৯টায় ভারতের উদ্দেশে রওনা দেন তারা। শনিবার আমরা তিন ক্যাটাগরিতে ১২ জন এই প্রতিযোগিতায় অংশ নেব।
এর আগে ভারতের শিলচরের সম্মিলিত লোকমঞ্চের সাধারণ সম্পাদক ভাস্কর দাস স্বাক্ষরিত এক পত্রে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের সভাপতি দেবদাস চৌধুরীকে ‘ধামাইল কম্পিটিশন ও ধামাইল কন্যা কম্পিটিশনে’ আমন্ত্রণ জানানো হয়। এতে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের সভাপতি দেবদাস চৌধুরী, সহসভাপতি রাম কৃষ্ণ সরকার অনুষ্ঠানে বিচারক হিসেবে এবং সহসভাপতি মোস্তাফ বাহার, সাধারণ সম্পাদক চিনু চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক মিহির তালুকদার ও সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার রায় শিপলু প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন। ধামাইল শিল্পী হিসেবে তুলি রানী দাস, পূর্ণিমা দেবী ও নৃত্যশিল্পী আঁখি, পিংকি, সোনালী, অর্পি প্রতিযোগিতায় অংশ নেবেন।
মন্তব্য করুন