ঝালকাঠির নলছিটিতে সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ ফেব্রুয়ারি) উপজেলার খাজুরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম নলছিটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাজপাশা গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, গ্রেপ্তার আসামিকে ঝালকাঠি জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নলছিটির চৌদ্দবুড়িয়া গ্রামে মসজিদ বাড়ি এলাকার মসজিদের সামনে থেকে ফুয়াদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আওয়ামী লীগের নৌকার বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে তাকে কোপানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে নিহতের বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মন্তব্য করুন