নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের আসরে প্রেমিকের হামলা, আহত ৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের আসরে হামলা। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের আসরে হামলা। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের আসর থেকে কনেকে উঠিয়ে নিতে সাবেক প্রেমিক তার বাহিনী নিয়ে কনের বাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। কনের স্বজনরা জানিয়েছেন, প্রেমিক কাউসারসহ তার লোকজন বরপক্ষের গাড়ি ভাঙচুর ও তাদের মারধর করে কনের বাড়ি থেকে বের করে দিয়েছে। হামলায় বরপক্ষ ও কনেপক্ষের ৮ জন আহত হয়েছেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।

কনের বাবা মহিউদ্দিন হাজি জানান, ভুলতা ভায়েলা এলাকার কাউসার নামে এক যুবক তার মেয়ে সাদিয়া আক্তারকে দীর্ঘদিন বিরক্ত করে আসছিল। সে ভুলতা এলাকায় ফুটপাতে চাঁদাবাজি করে বেড়ায়। তার যন্ত্রণায় অতিষ্ট হয়ে মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার বিকেলে বিয়ের আয়োজন করা হয়। সাদিয়ার বিয়ের খবর পেয়ে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কাউসার ও তার লোকজন পিস্তলসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। তারা সাদিয়াকে জোরপূর্বক উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন তাদের বাধা দিলে তারা হুমকি-ধমকি দিয়ে চলে যায়।

বিকেলে বিয়ের কার্যক্রম শুরু হলে কাউসারের লোকজন আবারও বরযাত্রীর ওপর অতকির্ত হামলা চালায়। এ সময় বরপক্ষকে বাঁচাতে কনের বাড়ির লোকজন এগিয়ে এলে পনির, নিপা আক্তার, বৃষ্টিসহ ৮ জন আহত হয়। পরে হামলাকারীরা বরপক্ষের লোকজনকে মারধর করে কনের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ সময় হামলাকারীরা বিয়ের বাড়িতে রান্না করা খাবার ফেলে দেন ও ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বর্তমানে মহিউদ্দিন তার মেয়ে ও তার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় বুধবার রাতে মহিউদ্দিন রূপগঞ্জ থানায় অভিযোগ দিতে যেতে চাইলে কাউসার ও তার লোকজন তাদের হুমকি প্রদান করেন।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে সাদিয়ার সঙ্গে কাউসারের প্রেম ছিল। কিন্তু বর্তমানে তাদের মধ্যে কোনো সম্পর্ক না থাকায় সাদিয়াকে বিভিন্নভাবে বিরক্ত করে আসছিল।

কাউসার গোলাকান্দাইল ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন হোসেনের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে। কাউসার যুবলীগ নেতা আল আমিনের নিয়ন্ত্রণে থাকা ফুটপাতের চাঁদাবাজির টাকা উঠানোর কাজ করেন বলেও স্থানীয়রা জানান।

এ ব্যাপারে অভিযুক্ত কাউসার বলেন, সাদিয়ার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। তবে বরযাত্রীদের ওপর হামলা ঘটনা মিথ্যা। এ ব্যাপারে আমার জানা নেই।

ভুলতা ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মেয়ের পরিবারের লোকজন লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসিআই-এ নিয়োগ, আবেদন করুন অনলাইনে

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

বসতভিটা ছিনিয়ে নেওয়ার হুমকি, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

ব্রাজিলের মন্ত্রীর মার্কিন ভিসা বাতিল, দায়িত্বজ্ঞানহীন বললেন লুলা

ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, কী বললেন প্রক্টর

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

২৭ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৭ আগস্ট : টিভিতে আজকের খেলা 

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

২৭ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১০

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১

কৃষিবিদ আসাদুজ্জামান কিটোনকে সংবর্ধনা দিল এ্যাব

১২

মাছ ধরার নৌকায় মিলল সাড়ে ৪ লাখ পিস ইয়াবা, আটক ৯

১৩

ভোলায় নতুন অর্থনৈতিক অঞ্চল / এক লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা

১৪

যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য আটক

১৫

জেলেরা হেলমেট পরে মাছ ধরেন যেখানে

১৬

বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

১৭

স্পেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৮

কারাগারে সন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি

১৯

সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু

২০
X