বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের জেরে টেকনাফ শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এসেছেন গুলিবিদ্ধ রোহিঙ্গা নারীসহ পাঁচজন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নৌকাটি নাফ নদে পাড়ি দিয়ে গুলিবিদ্ধ নারী, নৌকার মাঝিসহ চার পুরুষ শাহপরী দ্বীপ জেটিতে আসে বলে জানান টেকনাফের সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম।
তিনি বলেন, বিকেলে একটি ডিঙি নৌকায় মিয়ানমার থেকে পাঁচ রোহিঙ্গা এসে আমাদের জেটি ঘাটে পৌঁছে। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে যায়। শুনেছি, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনী যুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তারা এখানে চিকিৎসা নিতে আসেন।
তবে এ বিষয়ে টেকনাফ বর্ডার গার্ডের (বিজিবি) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জেটি ঘাটের ঝুপড়ি দোকানদার মো. আব্দুল আমিন জানান, মিয়ানমারের একটি ডিঙি নৌকা শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এসে পৌঁছায়। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ নারীসহ পাঁচজন রোহিঙ্গা আছে। এরমধ্যে রোহিঙ্গা নারীর শরীরে স্যালাইন টানানো দেখা যায়।
মন্তব্য করুন