লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙ্গা-বেনাপোল রেলপথ নির্মাণকাজ শিগগির শেষ হচ্ছে, জানালেন সেনাপ্রধান

নড়াইল রেলওয়ে স্টেশনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন সেনাপ্রধান। ছবি : কালবেলা
নড়াইল রেলওয়ে স্টেশনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন সেনাপ্রধান। ছবি : কালবেলা

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প (পিবিআরএলপি) কর্তৃক নবনির্মিত নড়াইল রেলওয়ে স্টেশনের কাজের অগ্রগতি এবং বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে নড়াইল এসে তিনি এ প্রকল্প ছাড়াও বিভিন্ন কার্যক্রমের খোঁজ নেন। এ সময় তিনি জানান, ভাঙ্গা-বেনাপোল রেলপথ নির্মাণকাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হবে।

এ সময় সেনাপ্রধান রেল প্রকল্পে কাজের অগ্রগতির প্রসংশা করেন। তিনি সন্তুষ্ট বলেও জানান। সেনাপ্রধান বলেন, ভাঙ্গা-বেনাপোল রেল প্রকল্পের কাজ চলতি বছরের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে। তবে সেটি এপ্রিল মাসেই শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে নড়াইলের লোহাগড়ায় পৈতৃক ভিটায় মসজিদ উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মধুমতী নদীর পাড়ের করফা গ্রামে সেনাপ্রধান এ উদ্বোধন করেন। মসজিদটির নাম দেওয়া হয়েছে ‘আল হুদা মসজিদ’।

এ দিন সেনাপ্রধান পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প (পিবিআরএলপি) কর্তৃক নবনির্মিত নড়াইল রেলওয়ে স্টেশনের কাজের অগ্রগতি এবং বিভিন্ন স্থাপনাও পরিদর্শন করেন।

এ ছাড়া তিনি মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত অধ্যাপক শেখ মো. রোকন উদ্দিন আহমেদ মাল্টিপারপাস হল উদ্বোধন করেন। পরে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘লোহাগড়া উপজেলার করফা গ্রাম আমার বাপ-দাদার ভিটা। ১৯৭১ সালে আমি ছোট ছিলাম। যুদ্ধের সময় আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। ওই সময় যারা আমাদের পরিবারের পাশে ছিলেন তাদের আমি ও আমার পরিবার কোনোদিন ভুলে যাব না।’

নবনির্মিত আল হুদা মসজিদের পাশে একটি মাদ্রাসা ও একটি কবরস্থান নির্মাণের প্রতিশ্রুতি দেন সেনাপ্রধান।

এ সময় নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান হায়াত, লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায়, মল্লিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সহিদুর রহমান সহিদ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা যুদ্ধবিরতিতে উভয়পক্ষ একমত হয়েছে : ট্রাম্প

পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, এসআইসহ আহত ২

রাজধানীতে আজ কোথায় কী

বিক্ষোভে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

০৯ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

একাধিক দেশের পাসপোর্টধারীরাই ‘সেফ এক্সিটের’ তালিকা করে: আসিফ মাহমুদ

শহিদুল আলমের মুক্তির জন্য সোচ্চার হতে হবে : তাসলিমা আখতার

স্থানীয় সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আনোয়ারুজ্জামানের

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

১০

‘হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকত’

১১

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

১২

আফগানদের কাছে হারার পর যা বললেন মিরাজ

১৩

অল্প পুঁজি নিয়ে আফগানদের সাথে পারল না বাংলাদেশ

১৪

‘দেশের সার্বিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে’

১৫

রাবেতাতুল ওয়ায়েজীনের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময়

১৬

ডিএনসিসি এলাকায় টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু

১৭

অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ডলার

১৮

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

১৯

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

২০
X