মুহাম্মদ আশরাফুল হক ভূঞা, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় খিরার বাম্পার ফলন, দামে খুশি কৃষক

নেত্রকোনার কেন্দুয়ায় খিরা চাষে বাম্পার ফলন। ছবি : কালবেলা
নেত্রকোনার কেন্দুয়ায় খিরা চাষে বাম্পার ফলন। ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়ায় খিরার বাম্পার ফলন হয়েছে। দাম ভালো পাওয়ায় খুশি এখানকার খিরা চাষিরা। খিরা চাষে তুলনামূলক কম খরচে লাভের পরিমাণ বেশি হওয়ায় এ বছর উপজেলার বিভিন্ন স্থানে খিরা চাষ বেড়েছে। নতুন করে খিরা চাষে যুক্ত হয়েছেন অনেক কৃষক।

কেন্দুয়া উপজেলার মোজাফরপুর গ্রামের মাতাব উদ্দিনের সঙ্গে কথা বলে জানা গেছে, তার জমিতেও খিরার বাম্পার ফলন হয়েছে। চারিতলা এলাকার কাশেম মিল্কি, আব্দুল হকসহ অপর চাষিরাও খিরা চাষে মনোযোগী হয়েছেন। কেননা, বাজারে খিরার প্রচুর চাহিদা রয়েছে। পাইকাররা আগ্রহের সঙ্গে খিরা কিনে নিয়ে যাচ্ছেন। মোজাফরপুরের মতো উপজেলার বিভিন্ন ইউনিয়নে হয়েছে খিরার চাষ। এর মধ্যে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের জালিয়ার হাওরে খিরার ফলন হয় সবচেয়ে বেশি। এই এলাকায় তৃপ্তি, সুফলা, শতাব্দী-১ ও শতাব্দী-২ ইত্যাদি জাতের খিরার ফলন বেশি হয়।

চাষি আইনাল মিয়া জানান, এবার খিরার বাম্পার ফলন হয়েছে। দাম গত বছরের চেয়ে বেশি। বর্তমানে প্রতি কেজি খিরার পাইকারি দাম উঠেছে ৩০ থেকে ৩৫ টাকা এবং প্রতি মন ১২শ’ থেকে ১৪শ’ টাকা। খুচরা বাজারে প্রতি কেজি খিরা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। প্রতি সপ্তাহে তিনি পাঁচ হাজার থেকে সাত হাজার টাকার খিরা বিক্রি করছেন।

অপর চাষি আতাব উদ্দিন জানান, কয়েক বছর আগে পরিবারের অভাব দেখা দিলে স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতায় ১০ শতাংশ জমিতে খিরা চাষ করেন তিনি। এ বছর খিরা চাষ করেছেন ২০ শতাংশ জমিতে। চাষে খরচ হয়েছে ২৫ হাজার টাকার মতো। ক্ষেত থেকে খিরা তোলা শুরু হয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে। এপ্রিল মাস পর্যন্ত চলবে খিরা তোলা। প্রতি মাসে তিন থেকে চারবার খিরা তোলেন তিনি। তবে দাম এখন একটু বেশি হলেও মার্চের পর দাম পড়ে যায়। তবে সব মিলিয়ে খরচ বাদ দিয়ে এ বছর খিরা থেকে আয় গত বছরের চেয়ে বেশি হবে।

খিরা ব্যবসায়ীরা জানান, দেশের বিভিন্ন এলাকায় এখন হাইব্রিড খিরা পাওয়া গেলেও কেন্দুয়ার জালিয়ার হাওরের জমিতে দেশিও খিরার ভালো ফলন হয়েছে। এখানকার খিরার স্বাদ অন্য রকম। তাই বাজারে এর চাহিদা বেশি।

মোজাফরপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির আলম ভূঞা বলেন, উপজেলার অন্যান্য ইউনিয়নে খিরা চাষ হলেও মোজাফরপুর ইউনিয়নে খিরার ফলন হয় সবচেয়ে বেশি। এ বছর খিরার ফলন এবং দাম বেশি হওয়ায় খুশি কৃষকরা।

কেন্দুয়া উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা বলেন, এবার ৮৫ হেক্টর জমিতে খিরা চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে বেশি। গত বছরের চেয়ে ফলন ও দাম বেশি হওয়ায় কৃষকের লাভ হয়েছে। স্থানীয় চাষিদের মধ্যে খিরা চাষের আগ্রহ বাড়ছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের লন্ডন সফর নিয়ে কী বললেন ব্রিটিশ হাইকমিশনার

ছোট ভাইকে বাঁচাতে বড় বোনের পুকুরে ঝাঁপ, প্রাণ গেল দুজনেরই

এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত নয় : প্রিন্স

ঘুম থেকে উঠে দেখি সাড়া বাংলাদেশ ভাইরাল : সমু চৌধুরী

রংপুর-২ আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজহার

বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যাত্রী (ভিডিও)

বৃদ্ধার জমি দখলের চেষ্টায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

হাজীগঞ্জে এনসিপির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শহীদ ফারহানের পরিবারের সঙ্গে মহানগরী আমিরের ঈদ শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামে ফের চোখ রাঙাচ্ছে করোনা, প্রস্তুতি শূন্যের কোঠায়

১০

ভারতে বিমান দুর্ঘটনায় ২০৪ জনের মরদেহ উদ্ধার

১১

ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক

১২

সেই মাজারেই অবস্থান করছেন সমু চৌধুরী 

১৩

দিনাজপুরে মাদক বিক্রির সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

১৪

২৬ মার্চে স্লোগান / রিমান্ড শেষে আ.লীগের আরও দুজন কারাগারে

১৫

বন্যা আক্রান্ত এলাকায় ওএমএসের বরাদ্দ বাড়ানো হবে : খাদ্য উপদেষ্টা 

১৬

উড়োজাহাজ দুর্ঘটনায় স্তব্ধ বলিউড তারকারা

১৭

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতে যা আলোচনা হলো

১৮

ঈদে গরুর হাটে গাড়ি চুরি, একজনের রিমান্ড

১৯

আমরা অনেক মানুষকে হারিয়েছি : রণধীর জয়সওয়াল

২০
X