সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদা নেওয়া সেই বন কর্মকর্তাসহ দুই কর্মচারী প্রত্যাহার

লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পদ্দা বাজারে চেকিংয়ের নামে ট্রাক থেকে চাঁদা আদায়ের চিত্র। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পদ্দা বাজারে চেকিংয়ের নামে ট্রাক থেকে চাঁদা আদায়ের চিত্র। ছবি : কালবেলা

কালবেলায় সংবাদ প্রকাশের পর আলোচিত সেই লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বন কর্মকর্তাসহ দুই কর্মচারীকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর জেলা বন কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করেছেন।

তাদের তিনজনের বিরুদ্ধে মহাসড়কে পরিবহনে চাঁদাবাজির ঘটনা তদন্তে সত্যতা পাওয়া যায়। এতে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী বিভাগীয় কার্যালয়ে তাদের প্রত্যাহার করা হয়। রোববার থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে রামগতি উপজেলা বন কর্মকর্তা মো. বাসেদ হোসেনকে।

নোয়াখালী কার্যালয়ে প্রত্যাহারকৃতরা হলেন- রামগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান, কর্মচারী সাইফুল ইসলাম (নৌকা চালক) ও মো. রুহুল আমিন (বনপ্রহরী)।

উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি ‘মহাসড়কে বন কর্মকর্তার চাঁদাবাজি’ শিরোনামে কালবেলায় সংবাদটি প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। এতে টনক নড়ে জেলা প্রশাসন ও বন অধিদপ্তরের। সংবাদ প্রকাশের পরই অধিদপ্তর দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে জেলা বন কর্মকর্তাকে নির্দেশনা দেন।

প্রসঙ্গত, গত তিন মাস ধরে রামগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান তার কর্মচারী সাইফুল ইসলামকে দিয়ে রায়পুর-রামগঞ্জ মহাসড়কের পদ্দা বাজারে প্রতিদিন ২১-২৫টি গাছ বহনকারী ট্রলি ও ট্রাক থেকে ৫০০-৭০০ করে টাকা তুলতেন। এ নিয়ে রায়পুর ও রামগঞ্জের করাতকল মালিক ও লাকড়ি ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ ছাড়াও লাইসেন্স না করায় সেই বন কর্মকর্তা হুমকি দিয়ে রামগঞ্জ শহরের সড়কের পাশে লাকড়ি ব্যবসায়ী মনিরের কাছ থেকে ৩ হাজার টাকা, তার পাশের লাকড়ি ব্যবসায়ী জসিমের কাছ থেকে ৮ হাজার টাকা, কাটাখালির করাতকল মালিক থেকে ২০ হাজার টাকা, দিঘিরপাড়ের করাতকল মালিক সেলিম থেকে ১০ হাজার টাকা আদায় করেন।

লক্ষ্মীপুর জেলা বন কর্মকর্তা ফিরোজ আলম জানান, রামগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজির যুগান্তরের রিপোর্টি সত্য পেয়েছি। বন কর্মকর্তাসহ দুই কর্মচারীকে নোয়াখালী বিভাগীয় কার্যালয়ে প্রতাহার করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। অধিদপ্তর থেকে আরও ব্যবস্থা নিবে। আপাতত ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন রামগতি উপজেলা কর্মকর্তা বাসেদ। কালবেলা ও তাদের প্রতিনিধি মাজেদকে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, বন কর্মকর্তা মিজানুর রহমান প্রায় তিন মাস আগে রাঙ্গামাটি জেলা থেকে বদলি হয়ে রামগঞ্জ উপজেলায় যোগদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কার্টফেল ক্যোনিগ’ জার্মানির আলুর কিংবদন্তি

সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে : প্রেস সচিব

মেঘনায় মাছ নেই, কিস্তির চাপে জর্জরিত জেলেরা

হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ট্রাম্পের বাণিজ্য বার্তার পর কমলো স্বর্ণের দাম

ঢাবি শিক্ষার্থী মুন্নাছ বাঁচতে চান

নেশাগ্রস্ত চরিত্রে অভিনয় করাটা চ্যালেঞ্জিং: উপমা

শতকোটি টাকার সম্পত্তি আ.লীগ নেতা দুই ভাইয়ের কবজায়  

নাটক নির্মাণে চিকন আলী 

ব্রিকসের দেশগুলোর ওপর আরও ১০ শতাংশ শুল্কের হুমকি

১০

কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

১১

কোনাল-আমিনুলের ‘আমার কি হও তুমি’ 

১২

যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির হুমকিতে ইউরোপীয় পণ্য, বিশ্ববাজারে অস্থিরতা

১৩

বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক

১৪

কেবিনে নেওয়া হয়েছে ফরিদা পারভীনকে

১৫

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৬

রেস্ট হাউসে নারীকাণ্ডের সেই ওসি প্রত্যাহার

১৭

মানবতাবিরোধী অপরাধের মামলা / শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আদেশের দিন ধার্য

১৮

নতুন প্রধান নির্বাহী পেল আইসিসি

১৯

রাফাল নিয়ে চীনের বিরুদ্ধে ফ্রান্সের বিস্ফোরক মন্তব্য

২০
X