রাজশাহীতে পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষক সমিতি। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে দুই ঘণ্টাব্যাপী রাজশাহী নগরীর বাটার মোড়ে বঙ্গবন্ধু চত্বরে বরেন্দ্র অঞ্চলে কৃষকরা এ কর্মসূচি পালন করেন।
তাদের দাবিগুলো হলো, বরেন্দ্র অঞ্চলে গভীর নলকূপের সেচের পানি বিতরণে অপারেটরদের অনিয়ম হয়রানি ও দুর্নীতি বন্ধ করতে হবে, খাল-বিল, খাস পুকুর ও দিঘি সংস্কার, সেচের জন্য সার্বক্ষণিক বিদ্যুৎ সরবারাহ করা, সার ও কীটনাশকের মূল্য কমানো, প্রকৃত কৃষককে কৃষি কার্ড দেওয়া, ভূ-উপরস্থ পানি সংরক্ষণ ও সরবারাহ নিশ্চিত করতে হবে।
কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম এ সবুর বলেন, ‘বরেন্দ্র অঞ্চলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গভীর নলকূপের মাধ্যমে কৃষকদের জমিতে পানি সরবরাহ করে থাকে। কিন্তু অনেক আগে থেকেই নলকূপের অপরাটেররা রাজনৈতিক ছত্রছায়ায় থেকে অনেক বেশি বেপরোয়া হয়ে গেছে। তারা টাকার বিনিময়ে বরেন্দ্র অঞ্চলে পানি বিতরণে নানা রকম অনিম-দুর্নীতি করছে।’
এ সময় উত্তরাঞ্চলে সেচ প্রকল্প চালু করে ভূ-উপরস্থ পানি সরবরাহ নিশ্চিত করার জোর দাবি তোলেন কৃষকরা। অবস্থান কর্মসূচি শেষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়।
মন্তব্য করুন