ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শিম চাষিদের মুখের হাসি এবারও অম্লান, পতিত জমিও হচ্ছে সবুজ

শিমগাছের পরিচর্যায় ব্যস্ত এক চাষি। ছবি : কালবেলা
শিমগাছের পরিচর্যায় ব্যস্ত এক চাষি। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিমের ফলন ভালো হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও শিমের দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা। এদিকে গত বছরের তুলনায় এ মৌসুমে এই উপজেলায় বেড়েছে শিম চাষ। ফলে উপজেলায় শিম উৎপাদনে খুলেছে সম্ভাবনার দুয়ার, এমনটাই মনে করছে স্থানীয় কৃষি বিভাগ।

সরেজমিনে উপজেলার মালাপাড়া, শিদলাই ও চান্দলা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষি অফিসের সহায়তায় উপজেলার প্রান্তিক কৃষকরা বিষমুক্ত নিরাপদ শিমের চাষ করেছেন। পতিত জমি ও বিভিন্ন জলাশয়ের পাড়ের দুপাশে এসব শিমের আবাদ করেছেন কৃষকরা। ঘন সবুজ পাতার মধ্যে শিমের হালকা সাদা ও রঙিন শিষ আর পাতার ফাঁকে ফাঁকে শিমের থোকা ধরে আছে। কৃষকরা শিম পাড়ছেন আর কৃষকদের কাছ থেকে এসব শিম পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন। এসব শিম চাষিদের মধ্যে তরুণ উদ্যোক্তাও রয়েছেন।

উপজেলার শিদলাই এলাকার তরুণ উদ্যোক্তা সাইফুল ইসলাম কালবেলাকে জানান, তিনি পড়াশোনার পাশাপাশি নতুন উদ্যোক্তা হিসেবে কৃষিতে সম্পৃক্ত রয়েছেন। এ বছর তিনি ৪ শতক জমিতে শিম আবাদ করেছেন। কম শ্রমে ভালো ফলন ও বাজারে শিমের দাম ভালো পাওয়ায় তিনি লাভবান হয়েছেন।

এ বিষয়ে উপজেলার মালাপাড়া ইউনিয়নের আসাদনগর এলাকার বাসিন্দা মো. হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, এ বছর আমি আমার পুকুরের পাড়ে বাঁশের কঞ্চি ও গাছের ডালা দিয়ে মাচা তৈরি করে শিম আবাদ করেছি। ভালো বাজার দর পাওয়ায় শিম আবাদ করে লাভবান হয়েছি। আগামী বছর আরও বেশি জায়গায় শিম আবাদ করার পরিকল্পনা আছে।

পাইকারি ব্যবসায়ী হানিফ মিয়া কালবেলাকে বলেন, এলাকায় ঘুরে ঘুরে কৃষকদের কাছ থেকে শিম কিনি। এসব শিম খুচরা ব্যাবসায়ীদের কাছে বিক্রি করি। শিমের বাজারদর ভালো থাকায় আমার এ বছর ভালোই লাভ হয়েছে। কৃষকদের কাছ থেকে ঘুরে ঘুরে শিম কিনলে লাভ হয় বেশি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা কালবেলাকে বলেন, শিম একটি উচ্চমূল্যের সবজি। এটি অত্যন্ত পুষ্টিকর সবজিও বটে। বাজারে শিমের মূল্য সারা বছরই ভালো থাকে। অন্যান্য সবজির তুলনায় শিম চাষে শ্রম এবং খরচ কম প্রয়োজন হয়। খরচের তুলনায় বেশি লাভ পাওয়া যায়। মাঠের পাশাপাশি বসতবাড়ির পতিত জায়গায়, রাস্তার পাশে, পুকুরের পাড়ে মাচা পদ্ধতিতে, বাড়ির ছাদে টবে ইত্যাদি জায়গায় শিম চাষ করা যায়। শিমে পোকামাকড় ও রোগ -জীবাণুর আক্রমণ তুলনামূলক কম হয়। রাসায়নিক সার ছাড়াই সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে সহজেই শিম চাষ করা সম্ভব। বারো মাস চাষ করা যায় এ রকম জাতও উদ্ভাবন হয়েছে।

তিনি আরও বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার কৃষকরা ধীরে ধীরে শিম চাষের দিকে ঝুঁকছেন। এর ফলে আমাদের অনেক অনাবাদি জমি আবাদি জমিতে রূপান্তরিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : উপদেষ্টা সাখাওয়াত

ব্যাচেলরদের শোবার ঘর গুছিয়ে রাখার সহজ কিছু টিপস

রাবি ক্যাম্পাসে রুয়েট শিক্ষার্থীকে ছুরিকাঘাত

রিমান্ড শেষে সাবেক এমপি পাভেল কারাগারে 

ইশরাক-নুসরাতের বাগদান নিয়ে নুরের ফেসবুক পোস্ট

অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর

ভোটে সিল মেরে বলবেন ‘আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা’ : গোলাম পরওয়ার

জন্মদিনে ভক্তদের কী সুখবর দিলেন অপু বিশ্বাস?

সরকার উৎখাতের ষড়যন্ত্র / মার্কিন নাগরিক এনায়েতের সহযোগী আজহার রিমান্ডে

১০

গুম করে কীভাবে ভারতে নেওয়া হয়, জানালেন সালাহউদ্দিন আহমদ

১১

সিরিজ বাঁচানোর মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

১২

মেলানিয়া ট্রাম্পের দাবিতে সাড়া দিলেন পুতিন

১৩

ছবিতে প্রথমে কী দেখছেন বলে দেবে, মানুষ আপনাকে কেমনভাবে দেখে

১৪

ট্রাইব্যুনালে জবানবন্দিতে যা বললেন উপদেষ্টা আসিফ

১৫

ঘি চা খাওয়া কি সত্যিই ভালো

১৬

এলপিজি সিলিন্ডারের দাম কেমন হওয়া উচিত, জানালেন জ্বালানি উপদেষ্টা

১৭

এশিয়ান কাপ খেলতে যে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ

১৮

অবশেষে রাকসু নিয়ে মিলেছে স্বস্তির খবর

১৯

অনলাইন জুয়া চক্রের শীর্ষ এজেন্ট লিপু গ্রেপ্তার

২০
X