ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শিম চাষিদের মুখের হাসি এবারও অম্লান, পতিত জমিও হচ্ছে সবুজ

শিমগাছের পরিচর্যায় ব্যস্ত এক চাষি। ছবি : কালবেলা
শিমগাছের পরিচর্যায় ব্যস্ত এক চাষি। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিমের ফলন ভালো হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও শিমের দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা। এদিকে গত বছরের তুলনায় এ মৌসুমে এই উপজেলায় বেড়েছে শিম চাষ। ফলে উপজেলায় শিম উৎপাদনে খুলেছে সম্ভাবনার দুয়ার, এমনটাই মনে করছে স্থানীয় কৃষি বিভাগ।

সরেজমিনে উপজেলার মালাপাড়া, শিদলাই ও চান্দলা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষি অফিসের সহায়তায় উপজেলার প্রান্তিক কৃষকরা বিষমুক্ত নিরাপদ শিমের চাষ করেছেন। পতিত জমি ও বিভিন্ন জলাশয়ের পাড়ের দুপাশে এসব শিমের আবাদ করেছেন কৃষকরা। ঘন সবুজ পাতার মধ্যে শিমের হালকা সাদা ও রঙিন শিষ আর পাতার ফাঁকে ফাঁকে শিমের থোকা ধরে আছে। কৃষকরা শিম পাড়ছেন আর কৃষকদের কাছ থেকে এসব শিম পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন। এসব শিম চাষিদের মধ্যে তরুণ উদ্যোক্তাও রয়েছেন।

উপজেলার শিদলাই এলাকার তরুণ উদ্যোক্তা সাইফুল ইসলাম কালবেলাকে জানান, তিনি পড়াশোনার পাশাপাশি নতুন উদ্যোক্তা হিসেবে কৃষিতে সম্পৃক্ত রয়েছেন। এ বছর তিনি ৪ শতক জমিতে শিম আবাদ করেছেন। কম শ্রমে ভালো ফলন ও বাজারে শিমের দাম ভালো পাওয়ায় তিনি লাভবান হয়েছেন।

এ বিষয়ে উপজেলার মালাপাড়া ইউনিয়নের আসাদনগর এলাকার বাসিন্দা মো. হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, এ বছর আমি আমার পুকুরের পাড়ে বাঁশের কঞ্চি ও গাছের ডালা দিয়ে মাচা তৈরি করে শিম আবাদ করেছি। ভালো বাজার দর পাওয়ায় শিম আবাদ করে লাভবান হয়েছি। আগামী বছর আরও বেশি জায়গায় শিম আবাদ করার পরিকল্পনা আছে।

পাইকারি ব্যবসায়ী হানিফ মিয়া কালবেলাকে বলেন, এলাকায় ঘুরে ঘুরে কৃষকদের কাছ থেকে শিম কিনি। এসব শিম খুচরা ব্যাবসায়ীদের কাছে বিক্রি করি। শিমের বাজারদর ভালো থাকায় আমার এ বছর ভালোই লাভ হয়েছে। কৃষকদের কাছ থেকে ঘুরে ঘুরে শিম কিনলে লাভ হয় বেশি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা কালবেলাকে বলেন, শিম একটি উচ্চমূল্যের সবজি। এটি অত্যন্ত পুষ্টিকর সবজিও বটে। বাজারে শিমের মূল্য সারা বছরই ভালো থাকে। অন্যান্য সবজির তুলনায় শিম চাষে শ্রম এবং খরচ কম প্রয়োজন হয়। খরচের তুলনায় বেশি লাভ পাওয়া যায়। মাঠের পাশাপাশি বসতবাড়ির পতিত জায়গায়, রাস্তার পাশে, পুকুরের পাড়ে মাচা পদ্ধতিতে, বাড়ির ছাদে টবে ইত্যাদি জায়গায় শিম চাষ করা যায়। শিমে পোকামাকড় ও রোগ -জীবাণুর আক্রমণ তুলনামূলক কম হয়। রাসায়নিক সার ছাড়াই সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে সহজেই শিম চাষ করা সম্ভব। বারো মাস চাষ করা যায় এ রকম জাতও উদ্ভাবন হয়েছে।

তিনি আরও বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার কৃষকরা ধীরে ধীরে শিম চাষের দিকে ঝুঁকছেন। এর ফলে আমাদের অনেক অনাবাদি জমি আবাদি জমিতে রূপান্তরিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রক্তদাতার যত্ন: সজীব শরীর, সচেতন জীবন

‘আমি যেন বার বার ফিরে আসতে পারি আপনাদের হৃদয়ে’

‘টাঙ্গুয়ার হাওরে টুরিস্ট পুলিশের তথ্যসেবা কেন্দ্র করা হবে’

বিয়ের ৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

চবিসাসের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক কালবেলার জাহিদুল

প্রশিক্ষণার্থী নারীকে অপদস্থের পর ক্ষমা চাইলেন সেই কৃষি কর্মকর্তা

জাবি শিক্ষার্থীদের তথ্য ফাঁস; নেপথ্যে জাতীয়তাবাদী শিক্ষক

‘ফটোগ্রাফার রাফিদের স্মরণে ফটোগ্রাফি কনটেস্ট আয়োজন করা হবে’

তেলের ডিপোর ট্যাংকে আটকে শ্রমিকের মৃত্যু

অনির্বাচিত সরকার সব কিছুর সমাধান করতে পারে না : যুবদল সভাপতি

১০

ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে সচেষ্ট সরকার : আইসিটি সচিব

১১

রাজউকের সার্ভারে ঢুকে ভবনের অনুমোদন করিয়ে নিয়েছিল হ্যাকার নিজেই

১২

সরাসরি গ্রেপ্তারের ক্ষমতা পেলেন ট্রাইব্যুনালের প্রসিকিউট ও তদন্তকারী কর্মকর্তারা

১৩

জুলাই ঐক্যের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

১৪

অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’ : নাহিদ ইসলাম

১৫

এবার আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের

১৬

শীতের শুরুতে স্থানীয় নির্বাচন চায় ইসলামী আন্দোলন

১৭

ডাকসুর রোডম্যাপ দাবিতে ৩২ ঘণ্টা ধরে অনশনে বিন ইয়ামিন

১৮

বই চুরির মামলায় অ্যাকাডেমিক সুপারভাইজার গ্রেপ্তার

১৯

বন্যা না আসতেই ধসে গেল নদী রক্ষা বাঁধ

২০
X