দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ভাঙা রেকর্ড বাজিয়ে এখনও মিথ্যাচার করে যাচ্ছে : অর্থমন্ত্রী

দিনাজপুরের খানসামায় উপজেলার সব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ছবি : কালবেলা
দিনাজপুরের খানসামায় উপজেলার সব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ছবি : কালবেলা

রেমিট্যান্স নিয়ে বিএনপিসহ বিরোধীরা মিথ্যাচার করছে। প্রবাসীরা দেশে যে পরিমাণ রেমিট্যান্স পাঠায় সেটা প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে ২১৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। কিন্তু সরকার বিরোধীরা সব বিষয়ে মিথ্যাচার করছে। এতটা জঘন্য মিথ্যাচার যে তাদের মিথ্যাচারের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। কেননা তাদের প্রশ্নের উত্তর দিলে তাদের স্বীকৃতি দেওয়া হবে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ নতুন যুগ সন্ধিক্ষণে রয়েছে- এখন বিএনপির ওই ভাঙা রেকর্ড বাজিয়ে লাভ নাই। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সগৌরবে ৫ম বারের মতো সরকার গঠন করে সেটা আবার প্রমাণ করেছেন। দেশে সব মেগাপ্রকল্প আজ দৃশ্যমান হয়েছে।

ইউএনও মো. তাজউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আ.লীগের সভাপতি সাইফুল ইসলাম, ওসি মোজাহারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান, জেলা আ.লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শেখ রফিকুল ইসলাম এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা শুনে সেগুলো বিষয়ে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর আগে তিনি খানসামা শিশু পার্কের সম্প্রসারিত কাজের উদ্বোধন করেন।

পরে মন্ত্রী খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী কাব স্কাউটদের হলিডে প্রোগ্রামটি উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার, খানসামা ও উপজেলা স্কাউটসের সভাপতি মো. তাজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন তৈরির অন্যতম মাধ্যম স্কাউটিং। তিনি স্কাউটিং সম্প্রসারণে সংশ্লিষ্টদের আন্তরিকতা কামনা করেন।

বাংলাদেশ স্কাউটস খানসামা উপজেলার আয়োজনে কাব হলিডে প্রোগ্রামে ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ জন কাব স্কাউট, স্কাউটার ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সময়ের ভুল মূল্যায়নেই কি হাতছাড়া হলো বাংলাদেশের জয়?

ইরানের পক্ষে লন্ডনে বিশাল বিক্ষোভ

‘জোর যার মুল্লুক তার’ এ রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে : হান্নান মাসুদ

লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার হুমকি

নির্বাচনের দিকে পুরোদমে হাঁটছে ইসি, নিচ্ছে যেসব প্রস্তুতি

চাঁদাবাজির সময় তাঁতি দল নেতাকে গণপিটুনি

ইসরায়েলের হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত

ইরানের ভাঙন চেয়েছিল ইসরায়েল, উল্টো জুড়ে যাচ্ছে

এবার আল আকসায় হামলার পরিকল্পনা ইসরায়েলের?

খালেদা জিয়া সর্বপ্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছেন : আসাদুজ্জামান রিপন

১০

ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে হেফাজতে ইসলামের বিবৃতি

১১

ঢাকা কলেজ এইচএসসি- ’৯৬ ব্যাচের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১২

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার, মানতে হবে যেসব নির্দেশনা

১৩

ম্যাথুজের মতো সম্মানের সঙ্গে বিদায় চান শান্ত

১৪

৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ : এস এম জিলানী

১৫

পেসাররা আরেকটু ভালো করতে পারত : শান্ত

১৬

রাজশাহীতে সিসিএসের উদ্যোগে মতবিনিময় সভা

১৭

আমি আশ্বাস দিতে আসিনি, কাজ করতে এসেছি : চসিক মেয়র

১৮

খিলক্ষেতে বিএনপি নেতা জাহাঙ্গীরের লিফলেট বিতরণ

১৯

পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় আসকের উদ্বেগ

২০
X