দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ভাঙা রেকর্ড বাজিয়ে এখনও মিথ্যাচার করে যাচ্ছে : অর্থমন্ত্রী

দিনাজপুরের খানসামায় উপজেলার সব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ছবি : কালবেলা
দিনাজপুরের খানসামায় উপজেলার সব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ছবি : কালবেলা

রেমিট্যান্স নিয়ে বিএনপিসহ বিরোধীরা মিথ্যাচার করছে। প্রবাসীরা দেশে যে পরিমাণ রেমিট্যান্স পাঠায় সেটা প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে ২১৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। কিন্তু সরকার বিরোধীরা সব বিষয়ে মিথ্যাচার করছে। এতটা জঘন্য মিথ্যাচার যে তাদের মিথ্যাচারের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। কেননা তাদের প্রশ্নের উত্তর দিলে তাদের স্বীকৃতি দেওয়া হবে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ নতুন যুগ সন্ধিক্ষণে রয়েছে- এখন বিএনপির ওই ভাঙা রেকর্ড বাজিয়ে লাভ নাই। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সগৌরবে ৫ম বারের মতো সরকার গঠন করে সেটা আবার প্রমাণ করেছেন। দেশে সব মেগাপ্রকল্প আজ দৃশ্যমান হয়েছে।

ইউএনও মো. তাজউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আ.লীগের সভাপতি সাইফুল ইসলাম, ওসি মোজাহারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান, জেলা আ.লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শেখ রফিকুল ইসলাম এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা শুনে সেগুলো বিষয়ে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর আগে তিনি খানসামা শিশু পার্কের সম্প্রসারিত কাজের উদ্বোধন করেন।

পরে মন্ত্রী খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী কাব স্কাউটদের হলিডে প্রোগ্রামটি উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার, খানসামা ও উপজেলা স্কাউটসের সভাপতি মো. তাজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন তৈরির অন্যতম মাধ্যম স্কাউটিং। তিনি স্কাউটিং সম্প্রসারণে সংশ্লিষ্টদের আন্তরিকতা কামনা করেন।

বাংলাদেশ স্কাউটস খানসামা উপজেলার আয়োজনে কাব হলিডে প্রোগ্রামে ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ জন কাব স্কাউট, স্কাউটার ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ

বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত, ঝোড়ো হাওয়ার শঙ্কা

তারেক রহমানের জন্য কৃষক মোতালেবের রাজকীয় চেয়ার

এসএসসি পাস করেও কলেজে আবেদন করেনি লক্ষাধিক শিক্ষার্থী

শাকিব ভাই আমার গান বাদ দিয়েছিলেন : জয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, অতঃপর...

বিশ্ব হাতি দিবসে নতুন প্রকল্পের ঘোষণা : হাতি সংরক্ষণে বড় উদ্যোগ

মালয়েশিয়ায় ২৪ লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি

নামাজ পড়তে পড়তে কপালে দাগ ওঠা কি নেককার হওয়ার লক্ষণ?

এটা দেখে আমাদের সবারই লজ্জা হওয়া উচিত : মুশফিক

১০

হঠাৎ আইসিসি র‍্যাঙ্কিং থেকে বাদ রোহিত-কোহলি!

১১

এক দিনে ৩ শতাধিক ব্যাংক কর্মীকে ছাঁটাই

১২

বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা নেদারল্যান্ডসের

১৩

২৫ বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ

১৪

ভোটকন্দ্রের খসড়া তালিকা প্রকাশ কবে, জানাল ইসি

১৫

এবার ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তার পদোন্নতির সুপারিশ

১৬

সিলেটের সাদা পাথরকাণ্ডে ১০ সুপারিশ

১৭

পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা

১৮

রুমায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজন আটক

১৯

দোকানে গেলেই মিলবে একাকিত্ব দূর করার উপায়    

২০
X