জামান মৃধা, ডিমলা (নীলফামারী)
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নীলফামারীতে ফসলি জমিতে পুকুর খননের মহোৎসব, কর্তৃপক্ষ নির্বিকার

ফসলি জমির মাটি কেটে ট্রাক্টরে নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
ফসলি জমির মাটি কেটে ট্রাক্টরে নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

নীলফামারীর ডিমলায় উর্বর তিন ফসলি কৃষিজমি নষ্ট করে পুকুর খননের নামে বালু উত্তোলনের মহোৎসবে মেতেছে প্রভাবশালী একটি মহল। জাতীয় ভূমি ব্যবহার নীতিমালা লঙ্গন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বিঘ্নে এ কাজ করা হচ্ছে। কৃষিজমিতে পুকুর খনন আবার কোথাও পুকুর সংস্কারের নামে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ভূমি ও স্কেভেটর (ভেকু) মালিকের বিরুদ্ধে।

এদিকে বালু উত্তোলন ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এ বলা হয়েছে, সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনার আশপাশ থেকে বিপণনের উদ্দেশ্যে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। এ ছাড়া কৃষিজমি সুরক্ষা ও ব্যবহার আইন-২০১৬ (৪) ১ ধারায় দেশের সকল কৃষিজমি এই আইন দ্বারা সুরক্ষিত হবে এবং কোনোভাবেই তার ব্যবহারভিত্তিক শ্রেণি পরিবর্তন করা যাবে না। তবে উপর্যুক্ত কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কোনো বিশেষ ক্ষেত্রে এবং উদ্দেশ্যে বিধি মোতাবেক অত্র বিধানবলি পরিবর্তন করা যাবে। এই আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে কৃষি জমি সুরক্ষা ও ব্যবহার আইনের ৪(১), ৪(২) ধারায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অথবা সহায়তাকারীর সর্বোচ্চ ৩ বছর সশ্রম কারাদণ্ড বা ৩ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে শাস্তির বিধান রয়েছে।

গত কয়েক দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, অপরিকল্পিতভাবে তিন ফসলি কৃষিজমি থেকে মাটি উত্তোলন, পুকুর খনন, পুরাতন পুকুরের তলদেশ থেকে ২০-২৫ ফুট গভীর করে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। ওই বালু পরিবহনে (ট্রাক্টর) নষ্ট হচ্ছে পিচঢালা পাঁকা সড়ক, গ্রামীণ জনপথ ও তিন ফসলি কৃষিজমি ধ্বংসযজ্ঞ চললেও প্রশাসন যেন কিছুই দেখছে না!

প্রতিনিয়ত প্রকাশ্যে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার পর তা ট্রাকে পরিবহনের কারণে পিচঢালা ও গ্রামীণ সড়ক ব্যবহার করে বালু-মাটি বোঝাই ভারী যানবাহন চলাচল করায় রাস্তা ভেঙে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। ফলে ওই সড়ক সংস্কারে সরকারের খরচ হচ্ছে কোটি টাকার ঊর্ধ্বে। এ ছাড়া সড়কগুলো নষ্ট হওয়ায় ভোগান্তি পোহাতে হয় এলাকার সর্বস্তরের জনগণকে।

উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের রাকিবুল হাসান বলেন, বর্তমান সময়ে মাছ চাষ লাভজনক হওয়ায় পুকুর খননে মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে। ফলে প্রতিযোগিতামূলকভাবে উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে তিন ফসলি আবাদি জমি, বসতভিটার পাশে পুকুর কাটার মহোৎসব চলছে।

উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মাস্টার পাড়া গ্রামের লিয়াকত হোসেন আড়াই বিঘা জমিতে নতুন পুকুর খনন করছেন। এই পুকুর খনন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাড়ির পাশে জমি হওয়ায় ফসল ভালো হয় না। বর্তমান মাছ চাষ লাভজনক হওয়ায় পুকুর খনন করছি। ফসলি জমিতে পুকুর খনন করার জন্য ভূমি অফিস অথবা মৎস্য অফিসের কোন অনুমতি নিয়েছেন কি না? জানতে চাইলে তিনি বলেন, আমার জমিতে আমি পুকুর করব। এতে অনুমতি নেয়ার কি আছে! তবে স্কেভেটর মালিকের (ঠিকাদার) সঙ্গে যোগাযোগ করে কাজ করছি।

ট্রাক্টর (ট্রলি) ড্রাইভার মজিদ, মিলন, আলম, শামীম এবং মূল ঠিকাদার স্কেভেটর মালিক আশরাফুল ইসলাম বলেন, বর্তমান এ উপজেলাতে প্রায় ৫-৬টি স্কেভেটর (ভেকু) এবং কয়েক শতাধিক ট্রাক্টর (টলি) চলছে। সবাইকে ম্যানেজ করেই আমরা এসব চালাচ্ছি।

স্থানীয় অনেকে অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী এলাকার (কলোনি বাজার) ছাইদুর রহমানের ১টি স্কেভেটর (ভেকু) চলছে, সে সহ অন্য স্কেভেটর মালিকেরা উপজেলার বিভিন্ন এলাকায় পুকুর খননের চুক্তি নেন। তারা প্রতি রাতে ওই পুকুরগুলোর গভীর থেকে বালু উত্তোলনের কথা জানতে চাইলে তিনি বলেন, রাতে ৮/১০ টলি বালু না তুললে পোষায় না। তাই মাঝে মধ্যে দিনের বেলায় একটু বালু তুলি। মাটি ও বালুর টলি কত টাকায় বিক্রি হয়? জানতে চাইলে বলেন, মাটি ৫০০ থেকে ৭০০ এবং বালু ৯০০ থেকে ১১০০ টাকায় বিক্রি হয়।

উপজেলার বালাপাড়া ইউনিয়নের হোসেনের মোড় এলাকার একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক দিন আগে আনোয়ার হোসেন নামের এক স্কেভেটর মালিক এবং সাহাবুল নামের টলির মালিক ওই এলাকার শফিকুল ইসলামের একটি পুকুর খননের চুক্তি নেন। সে দিনের বেলায় পুকুরের মাটি কাটে এবং রাতভর ওই পুকুরের পলিমাটি স্কেভেটর দিয়ে সরিয়ে বালু উত্তোলন করে।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ কুমার রায় কালবেলাকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার কালবেলাকে বলেন, সরকারি নিয়মনীতির বাহিরে পুকুর খননের কোনো সুযোগ নাই। পুকুর খননের নামে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন হলে বিধি মোতাবেক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনেকেই জরিমানা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১০

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১১

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১২

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৩

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

১৪

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

১৫

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

১৬

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

১৭

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১৮

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১৯

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

২০
X