ফরিদপুরের সদরপুর ঢেউখালি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অফিস কক্ষে প্রবেশ করে সন্ত্রাসীরা কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ও আসবাবপত্র ভাঙচুর এবং পরিষদের আলমারিতে থাকা প্রায় এক লাখ টাকা লুট করে বলে জানা যায়।
রোববার (১০ মার্চ) দুপুর দেড়টার দিকে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
ঢেউখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান জানান, দুপুরে ১০-১৫ জনের একদল সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে পরিষদে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তারা পরিষদের সচিব মোহাম্মদ ইউনুছ আজাদ ও উদ্যোক্তা শরিফুল ইসলামকে মারপিট করার জন্য অফিসে আসেন। এমন সময় সচিব ও উদ্যোক্তা তাদের অবস্থা বুঝতে পেরে জীবন রক্ষার জন্য অফিস থেকে পালিয়ে যান।
তিনি আরও জানান, সন্ত্রাসীরা পরিষদে ঢুকেই কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ও আসবাবপত্র ভাঙচুর করে। এরপর তারা পরিষদের আলমারিতে থাকা প্রায় এক লাখ টাকা লুট করে নিয়ে চলে যায়।
কেন তারা পরিষদে এ ধরনের হামলা চালিয়েছেন তা তিনি জানেন না। সন্ত্রাসীদের চিহ্নিত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
সদরপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলেও অঙ্গীকার করেন তিনি।
মন্তব্য করুন