উচ্চ আদালতের পর সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পেয়েছেন সিলেট মহানগর বিএনপির দুই নেতা। দেশের বাইরে না যাওয়ার শর্তে তাদের জামিন দেওয়া হয়। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরে আলম ভূঁইয়া এ জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়া বিএনপি নেতারা হলেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী।
আদালত সূত্র জানায়, সংসদ নির্বাচনের আগে ও পরে দায়ের হওয়া বিভিন্ন ‘রাজনৈতিক মামলা’ থেকে উচ্চ আদালতের পর এবার নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন তারা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী বলেন, গত বছরের ২৮ অক্টোবর থেকে সরকারের পদত্যাগ দাবিতে বিএনপির চলমান এক দফা আন্দোলনের বিভিন্ন সময় এসব মামলা হয়।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নাসিম, লোদীসহ সিলেট বিএনপির অন্তত ৫০ নেতাকর্মীকে ছয় সপ্তাহের জন্য জামিন দেন।
মন্তব্য করুন