ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ১০:৪৫ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতাকে পিটিয়ে জখম, নাক ফাটল কাউন্সিলরের

আহত যুবলীগ নেতা শরীফ হাসান (বায়ে) ও কাউন্সিলর শামছুল হক লিটন (ডানে)। ছবি : সংগৃহীত
আহত যুবলীগ নেতা শরীফ হাসান (বায়ে) ও কাউন্সিলর শামছুল হক লিটন (ডানে)। ছবি : সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে আধিপত্য নিয়ে বিরোধে দু’গ্রুপের বিবাদে নব নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরের নাক ফাঁটিয়ে দেওয়া হয়েছে। পিটিয়ে জখম করা হয়েছে স্থানীয় যুবলীগ নেতাকে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভুক্তভোগী কাউন্সিলর শামছুল হক লিটন ও যুবলীগ নেতা শরীফ হাসান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরীর ২৭ নম্বর ওয়ার্ডে টানা দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন শামছুল হক লিটন। লিটনের ভাতিজা কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম স্বপন গত সংসদ নির্বাচনের পর থেকে এলাকায় নিজের প্রভাব বাড়াতে চেষ্টা শুরু করেন।

স্বপনের সঙ্গে আকুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ হাসানের আগে থেকে বিরোধ ছিল। সংসদ নির্বাচনের পর বিভিন্ন সময় শরীফকে ইঙ্গিত করে উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে স্বপন।

শুক্রবার রাতে আকুয়া মোড়লপাড়া এলাকায় যুবলীগ নেতা শরীফের সঙ্গে বাগবিতণ্ডা ও সংঘর্ষে জড়ায় স্বপন ও তার সহযোগী আনোয়ার হোসেন আনু। এতে শরীফকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনুর রহমান এলাকায় গিয়ে স্থানীয় কাউন্সিলর শামছুল হক লিটনকে নিয়ে এলাকার পরিবেশ শান্ত করেন। আহত শরীফকে দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান যুবলীগ নেতা শাহীনুর ও কাউন্সিলর লিটন। ওই সময় শরীফের ভাই ইয়াসিন কাউন্সিলরকে ঘুষি দিয়ে নাক ফাঁটিয়ে দেন। পরে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মহানগর যুবলীগের আহ্বায়ক মো. শাহীনুর রহমান বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই এলাকায় উস্কানিমূলক কথা বলছিল স্বপন ও আনু। শরীফকে অহেতুক রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। কাউন্সিলরকে নিয়ে বিষয়টি মিটমাটের পর্যায়েও নেওয়া হয়েছিল। কিন্তু হাসপাতালে শরীফকে দেখতে গেলে অনাকাঙিক্ষত ঘটনাটি ঘটে। এ ঘটনায় আমরা মর্মাহত। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার দাবি করছি। এদিকে শরীফকে পিটিয়ে আহত করার ঘটনায় তার ভাই ফরিদ আহমেদ বাদি হয়ে শনিবার সন্ধ্যায় থানায় একটি অভিযোগ দিয়েছেন। এতে স্বপনসহ দু’জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।

ফরিদ আহমেদ বলেন, আমার ভাই শহরের প্রতিষ্ঠিত রড সিমেন্ট ব্যবসায়ী। স্বপন চাঁদা চেয়ে না পাওয়ায় মিথ্যা অভিযোগ তুলে আমার ভাইকে মারধর করা হয়েছে। আমরা এ ঘটনার উপযুক্ত বিচার চাই। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অযত্নে ‘অসুস্থ’ কোটি টাকার রেসকিউ বোট

হত্যাসহ ১২ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

নরসিংদীতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

ভূমিকম্পে চট্টগ্রামেও হেলে পড়েছে ভবন, বাসিন্দাদের জন্য মাইকিং

তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ধানমন্ডিতে দোয়া মাহফিল

রিকশাচালকদের চাঁদা বন্ধের আশ্বাস আমিনুল হকের

আলাউদ্দিন মৃধা হত্যা মামলার আসামি মিন্টু গ্রেপ্তার

দেশের প্রথম আন্তঃচেইন হোটেল ‘ডি মোর’ লয়্যালটি ক্লাবের যাত্রা শুরু

২৮ জেলে-মাঝিসহ ট্রলার নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

১০

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১১

হোয়াটসঅ্যাপে ফিরছে পুরোনো সেই ফিচার, যেসব সুবিধা পাবেন

১২

খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় রাজধানীতে শীতবস্ত্র বিতরণ

১৩

পোল্যান্ডে প্যাট্রিয়টসহ সেনা মোতায়েন নেদারল্যান্ডসের

১৪

দরজার ধাক্কায় আঙুল ভেঙে ফেললেন তারকা খেলোয়াড়

১৫

নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র?

১৬

বাংলাদেশে হিন্দু-মুসলিম-খ্রিষ্টানে ভেদাভেদ নেই : ড. এমএ কাইয়ুম

১৭

যতদিন ইনসাফ কায়েম না হবে ততদিন সংগ্রাম চলবে : সাদিক কায়েম

১৮

নির্বাচন উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা 

১৯

গ্রামীণ ব্যাংকের আরও এক শাখায় অগ্নিকাণ্ডের চেষ্টা

২০
X