দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে রোববার (১৭ মার্চ) জেলার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া সকালে কালেক্টরেট ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সেখানে পুষ্পমাল্য অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। এ সময় পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরদিকে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের কান্দিভিটার দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সহসভাপতি উমা চৌধুরী জলিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে জেলা শিশু একাডেমি আয়োজন করে শিশুদের চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা, গল্প বলা ও রচনা প্রতিযোগিতার। এ ছাড়া দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি, সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, হাসপাতাল, কারাগার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনসহ নানা কর্মসূচি।
মন্তব্য করুন