রাজশাহীর বাঘা থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে র্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (২০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার হেলালপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবক মো. রতন (৩০) রাজশাহীর চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রতন একজন অস্ত্র কারবারি। তার বিরুদ্ধে রাজশাহীর বাঘা থানায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন