ডোবার পানিতে পড়ে যাওয়া ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনও ডুবে যায়। পরে দুই বোনকে উদ্ধার করে নেওয়া হাসপাতালে হলে বড় বোন মোবাশ্বিরা (৭) কে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং ছোট বোন খাদিজা আক্তার (৫) কে উন্নত চিকিৎসায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উপর রাজারামপুর কুমার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মোবাশ্বিরা ও বেঁচে যাওয়া খাদিজা দুই সহোদর বোন। তারা পৌর এলাকার ৫নং ওয়ার্ডের উপর রাজারামপুর কুমার পাড়ার আরিফ হোসেনের মেয়ে।
জানা গেছে, বিকেলে বাড়ির পেছনে খেলতে গিয়ে ছোট বোন খাদিজা ডোবার পানিতে পড়ে যায়। তা দেখে বড় বোন মোবাশ্বিরা তাকে বাঁচাতে ডোবায় নেমে নিজেও ডুবে যায়। পরে বাড়ির লোকজন টের পেয়ে দুই বোনকে উদ্ধার করে ২৫০ শয্য বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোবাশ্বিরাকে মৃত ঘোষণা করেন, ছোট বোন খাদিজাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান ডোবার পানিতে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন