মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

খুতবার সময় মসজিদে হামলায় ইমামসহ আহত ১৫

মোরেলগঞ্জের বরইতলা গ্রামে হেলালিয়া জামে মসজিদে আহত মুসল্লিরা। ছবি : কালবেলা
মোরেলগঞ্জের বরইতলা গ্রামে হেলালিয়া জামে মসজিদে আহত মুসল্লিরা। ছবি : কালবেলা

বাগেরহাটে মসজিদে হামলায় ইমামসহ ১৫ জন আহত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) জুমার নামাজের আগে এই হামলার ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় মুসল্লিরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের প্রতি দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।

জানা গেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের বরইতলা গ্রামে হেলালিয়া জামে মসজিদে দুপুর ১টার দিকে ৬০-৭০ জন মুসল্লি জুমার নামাজের জন্য খুতবা শুনছিলেন।

এ সময় মসজিদের সভাপতি জমিদাতা বীর মুক্তিযোদ্ধা মো. সুলতান আলী হাওলাদারের সঙ্গে প্রতিবেশী হেমায়েত উদ্দিন দিহিদারের জমি নিয়ে বিরোধের জেরে হেমায়েত উদ্দিনের নেতৃত্বে ২০-৩০ জন নারী পুরুষ সংঘবদ্ধভাবে মসজিদে ঢুকে বীর মুক্তিযোদ্ধা সুলতান হাওলাদারকে এলোপতাড়ি মারপিট শুরু করে।

এ সময় মুসল্লিরা বাধা দিলে হামলাকারীরা মসজিদের মধ্যে এলোপাতাড়ি ইটপাটকেল ছুঁড়তে থাকে।

আহতরা হলেন, মসজিদের ইমাম ক্বারী আবু ইউসুফ (৩৮), বীর মুক্তিযোদ্ধা সুলতান আলী হাওলাদার (৭১), তার ছেলে এনামুল হক হাওলাদার (৪৮), নাতী রাব্বি হাওলাদার (২৫), মুসল্লি ওবায়দুল হাওলাদার (৪০)।

অপরপক্ষের হালিমা বেগম (৩৫), আসমা বেগম (৩৮), এনায়েত হাওলাদার (৫৫), ইসরাফিল হাওলাদার (২১), তরিকুল ইসলাম জয়সহ (১৪) কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান আলী হাওলাদার বলেন, ২০ বছর ধরে তারই প্রতিবেশী হেমায়েত উদ্দিন দিহিদারের সঙ্গে দুই একর জমি নিয়ে বিরোধ চলে আসছে। তারা পরিকল্পিতভাবে মসজিদে ঢুকে মহিলাদের নিয়ে এ হামলা চালিয়েছে। এলাকায় ওরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

হেমায়েত উদ্দিন দিহিদার বলেন, মসজিদের সভাপতি সুলতান আলী হাওলাদার মসজিদের কোনো হিসাব নিকাশ না দিয়ে মসজিদের দেড় বিঘা জমি একাই ভোগ করছে। হিসাব চাইলে তার ভাই এনায়েত হাওলাদারসহ ৫ জনকে জখম করে।

মসজিদের ইমাম ক্বারী আবু ইউসুফ বলেন, জুমার নামাজের পূর্বে খুতবা পড়ছিলাম। হঠাৎ করে চারদিকে ইটপাটকেল নিক্ষেপ করে। মুসল্লিরা ছোটাছুটি করে চলে গেছেন। আমি নিজেও ইটের আঘাতে আহত হয়েছি। পরে ৬ জন মুসল্লিকে নিয়ে নামাজ পড়েছি।

মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মসজিদের হামলার বিষয়টি জানি না। ফাঁড়ি পুলিশও আমাকে ঘটনাটি জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক সালিশে যাচ্ছে বাংলাদেশ ও আদানি গ্রুপ

লন্ডন ব্রিজের সামনে একা বসে অপু বিশ্বাস

১০ নভেম্বর রসাটমের ‘গ্লোবাল এটমিক কুইজ’: বিজয়ীদের জন্য রাশিয়া ভ্রমণের সুযোগ

স্ত্রীকে ক্ষমা করে দিতে বলেছিলেন মাহমুদউল্লাহ

মারা গেলেন হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাড

মির্জা ফখরুলের সঙ্গে মিশর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নির্বাচনে সমভোট পেলে হবে পুনঃভোট, আরও যেসব পরিবর্তন এলো আরপিওতে

শীতের শুরুতেই চামড়া শুকিয়ে রুক্ষ হওয়া থেকে রক্ষা করুন নিজেকে

তীব্র শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

ধানক্ষেতে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

১০

আবু সাঈদ হত্যা : ফের পেছাল সাক্ষ্যগ্রহণ

১১

চলতি মাসেই ধেয়ে আসতে পারে আরও একটি ঘূর্ণিঝড়

১২

বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে উপদেষ্টা সাখাওয়াত হোসেনের ভাইয়ের স্ট্যাটাস

১৩

সাগরে ফের লঘুচাপ, দেশের দুই বন্দরে ৩নং সতর্কসংকেত

১৪

কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের ভিসা বাতিলের হার বেড়ে ৭৪%

১৫

চড়াই-উতরাই পেরিয়ে সফল উদ্যোক্তা উৎসব সিং সাগর

১৬

‘জ্যোতি প্রচুর মারধর করে জুনিয়রদের’

১৭

সৌন্দর্য ছড়াচ্ছে ‘টানেল মসজিদ’

১৮

মেজাজ হারিয়ে কাকে চড় মারলেন পরেশ রাওয়াল?

১৯

মাদক ও সন্ত্রাসমুক্ত সাভার গড়ার অঙ্গীকার ডা. সালাউদ্দিন বাবুর

২০
X