লক্ষ্মীপুরে ইফতারিতে বুন্দিয়া খেয়ে একই পরিবারের চারজন অচেতন হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় তাদেরকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে (প্রা.) ভর্তি করা হয়।
তারা হলেন, সদর উপজেলার দালাল বাজারের খোয়াসাগর দিঘীর পাড় এলাকার বৃদ্ধ নুরুল আমিন (৭০), হোসনেয়ারা বেগম (৫৫), সোয়েবের রহমান (৪৫) ও নাজনিন আক্তার (৩৮)।
জানা গেছে, ইফতারের জন্য স্থানীয় বাজার থেকে বুরিন্দা ও তরমুজ কেনা হয়। ইফতারির সঙ্গে বুরিন্দা খান তারা। কিন্তু তরমুজ খাওয়া হয়নি। এরমধ্যেই তারা অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিবেশী স্বজনরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাইন উদ্দিন সোহাগ বলেন, অসুস্থ অবস্থায় ৪ জন রোগী এসেছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইফতার খেয়ে অসুস্থ হয়েছেন বলে জানা গেছে। তবে সঠিক কারণ এখনো জানতে পারিনি। পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।
মন্তব্য করুন