শেখ মমিন, রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ফেরিঘাটের সংযোগ সড়ক সংস্কার না করায় ঈদযাত্রায় ভোগান্তি

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট। ছবি : কালবেলা
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের সংযোগ সড়কের ঢাল বেশি হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সংযোগ সড়কগুলো নিয়মিত সংস্কার না করায় ঝুঁকি বেড়েছে। আর এ ঝুঁকি নিয়েই ফেরি থেকে যানবাহন ওঠানামা করছে। চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালকরা।

তবে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও এ বিষয়ে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজর নেই। দ্রুত ফেরিঘাটের সংযোগ সড়কগুলো দ্রুত সংস্কার না করা হলে ভোগান্তিতে পড়ার আশঙ্কা ঈদে বাড়ি ফেরা মানুষজনের।

দক্ষিণবঙ্গের প্রবেশপথ রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাট। আর এ ফেরিঘাট ব্যবহার করেই প্রতিদিন হাজার হাজার যানবাহন পারাপার হয়। আর অল্প কিছুদিন পরই পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপক্ষে এ ফেরিঘাট দিয়ে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ে, তেমনিভাবে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পায়। বর্তমানে ফেরি থেকে যানবাহন নেমে মূল সড়কে যেতে ঝুঁকি নিয়ে সংযোগ সড়কগুলো ব্যবহার করা হচ্ছে। আর ঝুঁকি থাকা সংযোগ সড়কেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এ যেনো দেখার কেউ নেই।

কর্তৃপক্ষের অবস্থাপনার কারণে সংযোগ সড়কগুলোর বেহাল দশা। ফেরি থেকে গাড়ি নামার সময় গত ১৪ মার্চ একটি কাভার্ডভ্যান পদ্মা নদীতে পড়ে যায়। এবং গত ২৭ মার্চ রাতে দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে পণ্যবাহী ট্রাক ফেরিতে উঠতে গিয়ে সংযোগ সড়কেই আটকে পড়ে যায়। তা ছাড়া সড়কে উঠার সময় গাড়ির স্কেলসহ নানা ধরনের সরঞ্জাম ভেঙে যায়। আর দ্রুতই ফেরিঘাটের সংযোগ সড়কগুলোর সংস্কার না করা হলে বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তবে সংযোগ সড়কটি মেরামতের দাবি যানবাহনের চালক ও স্থানীয়দের।

আরিফ সরদার নামে পরিবহনের চালক কালবেলাকে বলেন, বর্তমানে ফেরিঘাটের যে সংযোগ সড়কগুলো আছে সেগুলো বেহাল দশা। সেখান দিয়ে যাওয়া খুব কষ্টকর ব্যাপার। ফেরি থেকে উঠতে ও নামতে গাড়ির স্কেল ভেঙে যায় এবং গাড়ির খুব ক্ষতি হয়।

শাহিন খান নামের স্থানীয় বাসিন্দা কালবেলাকে বলেন, এ মাসেই দুটি ট্রাকের ক্ষতি হয়েছে। কিছুদিন আগে ফেরি থেকে নামতে গিয়ে নদীতে পড়ে যায় একটি কাভার্ডভ্যান। কয়েকদিন আগে ফেরিতে উঠতে গিয়ে পণ্যবাহী ট্রাক সংযোগ সড়কেই পড়ে যায়। এতেও কর্তৃপক্ষের কোনো নজর নেই।

খোরশেদ নামের আরেক চালক কালবেলাকে বলেন, ঈদে এ নৌরুটে দিয়ে ঘর মুখো মানুষের চাপ বাড়বে। এখান দিয়ে তখন যানবাহনের চাপ থাকবে। ঈদের আগে ফেরিঘাটের সংযোগ সড়কগুলো মেরামত করা প্রয়োজন। অতি দ্রুতই ফেরিঘাটের সংযোগ সড়কগুলো মেরামত না করলে ঈদে বাড়ি ফেরা মানুষগুলো ভোগান্তিতে পড়বে, সেইসঙ্গে যানবাহনের চালকরাও পড়বেন দুর্ভোগে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাট শাখা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক, আলিম দেইয়ান কালবেলাকে জানান, পদ্মায় পানির স্তর কমে যাওয়ায় এ সমস্যা হচ্ছে। মার্চ ও এপ্রিল মাসে পদ্মায় পানি কমে যায় আর নদীতে পানি কমলে এ সমস্যা দেখা দেয়। তবে এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করা হচ্ছে ঈদের আগেই ফেরিঘাটের সংযোগ সড়কগুলো সংস্কার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

জবি সিন্ডিকেটের সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

রাজউক অধ্যাদেশ জারি, বোর্ড সদস্য হবেন ৭ জন

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট বাক্স ছিনতাই সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিজিএসের সংলাপ / ‘মিন্টো রোডে সচিবদের ফ্ল্যাট বিলাসবহুল হোটেলকেও ছাড়িয়ে গেছে’

ঢাবিতে ধানের শীষের পক্ষে ছাত্রদল নেতার শুভেচ্ছা মিছিল 

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের

ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গণভোটকে ‘হ্যাঁ’ বলুন

১০

জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২

১১

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

১২

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

১৩

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

১৪

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে ধানের শীষই ভরসা : রবিউল

১৫

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এমপি প্রার্থীর

১৬

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

১৭

প্রবাসীদের নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

১৮

নির্বাচনে এমএফএসের অপব্যবহার রোধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-বিকাশের সমন্বয় কর্মশালা

১৯

আন্দোলনে এনসিপি নেতাদের কী অবদান, প্রমাণ চেয়ে জিএম কাদেরের চ্যালেঞ্জ 

২০
X