নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ
আদালতের নির্দেশ উপেক্ষা

কৃষি জমির মাটি কেটে প্রজেক্ট তৈরি ও বিক্রির হিড়িক

কৃষি জমির মাটি কেটে প্রজেক্ট তৈরি ও মাটি বিক্রি করা হচ্ছে। ছবি : কালবেলা
কৃষি জমির মাটি কেটে প্রজেক্ট তৈরি ও মাটি বিক্রি করা হচ্ছে। ছবি : কালবেলা

নোয়াখালীর সুবর্ণচরের চরবজলুল করিম গ্রামের হাতেম শিক্ষা স্বাস্থ্য ও সাহায্য ট্রাস্টের মালিকানাধীন কৃষি জমি নষ্ট করে অবাধে চলছে মাটি কেটে প্রজেক্ট তৈরি ও মাটি বিক্রির অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ২-৩ একর ভূমির অবাধে মাটি কেটে প্রজেক্ট তৈরি করছে প্রতিপক্ষরা। এ বিষয়ে হাতেম শিক্ষা স্বাস্থ্য ও সাহায্য ট্রাস্টের পক্ষে সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাদী হয়ে নোয়াখালী পুলিশ সুপার বরাবর অভিযুক্ত আবুল হোসেন, আবুল কাশেমসহ আটজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গত ২০ মার্চ একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, হাতেম আলী ১৯৮৫ সালের মে মাসে চট্টগ্রাম জেলা রেজিস্টারের কার্যালয়ে ট্রাস্ট দলিল সম্পাদন করে তপশিল সম্পত্তি হাতেম শিক্ষা স্বাস্থ্য ও সাহায্য ট্রাস্টকে উৎসর্গ করে নিঃস্বত্ববান হন। জীবদ্দশায় তিনি নিজেই ট্রাস্টের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর দলিলে শর্তে ট্রাস্টের সদস্যরা তা পরিচালনা করে আসছেন। মাহফুজুর রহমান বর্তমানে ট্রাস্টের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, হাতেম আলীর মৃত্যুর পর কিছু লোক দানপত্রমূলে মালিকানা দাবি করে ওই ট্রাস্টের সম্পত্তি জবরদখল করার চেষ্টা করছেন। ওই বিষয়ে নোয়াখালী যুগ্মজেলা জজ ১ম আদালতে দেওয়ানি নম্বর মামলা চলমান রয়েছে। মহামান্য হাইকোর্ট স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। এতে সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরজমিনে তদন্ত পূর্বক তপশিল ভূমি ট্রাস্টের দখলে আছে মর্মে প্রতিবেদন দেন।

আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও চর জব্বর পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন হাতেম আলী ট্রাস্টের সদস্যরা। এ দিকে কৃষি জমি নষ্ট করে অবাধে মাটি কাটার বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য প্রতিপক্ষ আবুল হোসেন গংদের পাওয়া যায়নি।

জেলা কৃষি কর্মকর্তা শহিদুল হক জানান, কেউ কৃষি জমি নষ্ট করে মাটি কাটলে বা প্রজেক্ট করলে এটা বড় অপরাধ। এদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা নেবেন।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমি শুনেছি এবং থানা পুলিশকে ব্যবস্থা নেওয়া জন্য নির্দেশ দিয়েছি। এতে কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশ ইতোমধ্যে একজনকে আটক করেছে।

তবে চরজব্বর থানার ওসি বিষয়টি জানেন না বলে তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১০

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১১

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১২

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৩

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৪

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৫

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৬

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৭

বিজয় থালাপতি এখন বিপাকে

১৮

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৯

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

২০
X