সাতক্ষীরায় এতিম ও পবিত্র কোরআনের হাফেজ বালকদের সঙ্গে ইফতার করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (৩ এপ্রিল) সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে মেডিকেল কলেজ সংলগ্ন দারুল হাদিস আহমাদিয়া সালফিয়া মাদ্রাসা ও এতিম খানায় ৭০ জন এতিম শিশুদের সঙ্গে ইফতারের আয়োজন করা হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মো. আব্দুল মুহিত এবং সাধারণ সম্পাদক তানভীর আহমেদের তত্ত্বাবধানে ছাত্রলীগের নেতাকর্মীরা এতিম হাফেজ শিশুদের সঙ্গে ইফতারি করেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মো. আব্দুল মুহিত বলেন, পবিত্র মাসে এই শিশুদের পাশে থাকতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি মানুষের পাশে সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে থাকবে।
তিনি বলেন, দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের দিক নির্দেশনায় সম্মুখ সারিতে থেকে কাজ করে যাবে এবং সংগঠনকে সুসংগঠিত করে এগিয়ে যাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ।
মন্তব্য করুন