পবিত্র রমজানের শবেকদরের রাতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমরা হানাহানি ভুলে শৈলকুপার শান্তি ফিরিয়ে আনতে কাজ করব। কোনো ষড়যন্ত্র আমাদের সফলতার পথে বাধা হতে পারবে না। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে শৈলকুপার উন্নয়নে কাজ করব, সামনের দিকে এগিযে যাব।
আমাদের প্রিয় শৈলকুপাকে এগিয়ে নিতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। সকলের সুচিন্তিত মতামতের ভিক্তিতে সিদ্ধান্ত গ্রহণ করব। তাহলে আগামীতে আমাদের জয় সুনিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশ্বাস বিল্ডার্স ও কালবেলা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নজরুল ইসলাম দুলাল।
শনিবার (৬ এপ্রিল) শৈলকুপা পাচপাখিয়ায় নিজ বাড়ির আঙিনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শৈলকুপা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শিকদার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শৈলকুপার পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফুল আজম, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ারদার, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, শৈলকুপা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জুলফিকার কায়সার টিপু, শৈলকুপা উপজেলা কৃষকলীগের নেতা বাবলু জোয়ারদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভপতি অ্যাড. মো. আজাদ রহমান শিকদার, নিত্যানন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফারুক হোসেন, ধলহরা চন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. চাঁদ আলী মন্ডল, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
মন্তব্য করুন