নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কৃষ্ণ সাহা পরলোকগমন করেছেন (ওঁ দিব্যান্ লোকান্ সা্ গচ্ছতুঃ)। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নির্মল কৃষ্ণ দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (১০ এপ্রিল) তার মরদেহ দেশে আসবে। এরপর শেষকৃত্যানুষ্ঠান হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা দেবাশীষ সাহা দেবু।
বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মঙ্গলবার এক শোকবার্তায় সাধন চন্দ্র মজুমদার বলেন, নির্মল কৃষ্ণ সাহা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল রাজনীতির দক্ষ সংগঠক। দুর্দিনে দলের নেতাকর্মীদের পাশে ছিলেন তিনি। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখা একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদকে হারাল।
শোকবার্তায় খাদ্যমন্ত্রী নির্মল কৃষ্ণের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে তার অকাল মৃত্যুতে বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে সমবেদনা জানিয়েছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেনসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।
মন্তব্য করুন