ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

শবযাত্রায় পরিণত হয়েছে ঈদযাত্রা

সড়ক দুর্ঘটনায় নিহতের বাড়িতে স্বজনদের ভিড়।
সড়ক দুর্ঘটনায় নিহতের বাড়িতে স্বজনদের ভিড়।

নরসিংদীতে কাভার্ডভ্যান আর মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ছয়জনের ব্রাহ্মণবাড়িয়ার বাড়িতে চলছে শোকের মাতম। তারা সবাই ঈদের ছুটিতে মাইক্রোবাসে করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফিরছিলেন।

বুধবার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদীর টাটা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছয়জনের মধ্যে একই বাড়ির চারজন ও প্রতিবেশী গ্রামের দুজন রয়েছে।

নিহতরা হলেন- বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আব্দুল মমিনের ছেলে মজিবুর রহমান (২৭), তার ভাগনি মীম আক্তার (২০), ভাগিনা আবু হুরায়রা (৯), তার চাচা জসিম (৩০) ও প্রতিবেশী জালালপুর গ্রামের হেলাল ও বাবুল।

এ ঘটনার পর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাদের ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। নিহতদের মরদেহ একনজরে দেখার জন্য বাড়িতে আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশীসহ সবাই ভিড় করছে। তাদের এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম বলেন, আমার ভাই পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। সেখানে লেপ তোষকের ব্যবসা করতেন। ঈদের ছুটিতে পরিবারের কাছে আসার পথে দুর্ঘটনায় সেসহ তার পরিবারের আরো তিনজন মারা যায়। মৃত্যুর খবর পেয়ে আমাদের ঈদ আনন্দ অনেকটা বেদনায় পরিণত হয়েছে। আমরা এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

নিহতের বোন সাথি আক্তার বলেন, আমার ভাই আসার আগে মোবাইল ফোনে বলেছিল তোমাদের ঈদের দিন এসে আমি নিয়ে যাব আমাদের বাড়িতে। এরপর থেকে ফোন আসে মৃত্যুর খবর।

প্রতিবেশীরা জানান, এমন একটি আনন্দের দিনে মৃত্যুর মিছিলের যন্ত্রণা কোনোভাবেই সহ্য করার নয়। সড়কে এমন মৃত্যু আমরা আর কামনা করি না। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সরকার যেন কঠোর পদক্ষেপ নেয় সেই দাবি জানাচ্ছি।

নিহতদের স্বজনরা জানান, ঢাকা থেকে একটি হাইয়েস মাইক্রোবাসে চেপে নারী ও শিশুসহ মোট ১৩ জন যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আসছিলেন। যাত্রাপথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে একজন নারীসহ ৩ জনের মৃত্যু হয়। পরে ঢাকা মেডিকেলে আরও দুজন মারা যায়।

এদিকে বিকেল ৩টায় নিহত মুজিবুর তার ভাগ্নে আবু হুরায়রা ও ভাগ্নে মিম আক্তারের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকযোগে আবেদন করুন মেট্রোরেলে

ইলিশ চুরির অভিযোগে হাত-পা বেঁধে ২ শিশুকে নির্যাতন

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি : আমিনুল হক

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

শক্তিশালী বৃষ্টিবলয়ের প্রভাব কয়দিন থাকবে, জানা গেল

সরকারি চাকরিজীবীরা কবে থেকে পে-স্কেল পাবেন, জানালেন অর্থ উপদেষ্টা

দুর্গম পাহাড়ে বন্দি নারী-শিশুসহ ৮ জনকে উদ্ধার

জানালা খুলে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

১৫ বছর ধরে আলাদা থাকছেন গোবিন্দ-সুনীতা

যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

১০

ঢাকাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির শঙ্কা

১১

খাগড়াছড়ির সেই কিশোরীর ‘ধর্ষণের আলামত পাননি’ চিকিৎসক

১২

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৩

ওজন কমাতে গিয়ে ঝুলে যাচ্ছে ত্বক? সমাধান কী

১৪

সমর্থকদের কারণে জরিমানার মুখে সার্বিয়া

১৫

পুষ্টিগুণে সমৃদ্ধ বুনো সবুজ নটেশাক

১৬

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৭

সনাতন ধর্মাবলম্বীরা আগের চেয়ে ভালো পরিবেশে পূজা করছেন : আমিন

১৮

মুখার্জি বাড়ির পূজায় হাজির প্রিয়াঙ্কা চোপড়া

১৯

পাঁচ গোল হজম করার ম্যাচে হারল মায়ামি

২০
X