নড়াইলে তিন দিনব্যাপী ইন্টার ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে এসএসসি ১৯৯৯ ব্যাচের হয়ে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেললেন জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা।
শনিবার (১৩ এপ্রিল) সকালে নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেন তিনি।
জানা গেছে, ঈদের পরদিন শুক্রবার (১২ এপ্রিল) থেকে শুরু হয়েছে ৩২ দলের স্কুল ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ থেকে ২০২১ পর্যন্ত ৩২ দলের টুর্নামেন্ট এটি। প্রতিটি দলে কোচ ম্যানেজারসহ ২০ জন করে সদস্য প্রতিনিধিত্ব করেন। ৮ ওভারের খেলায় ১১ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।
১৯৯৯ ব্যাচের খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের বিরুদ্ধে মাঠে নামেন মাশরাফি। প্রথমে ১৯৯৮ ব্যাচ ব্যাট করতে নেমে ৭৪ রান করে। মাশরাফির ১৯৯৯ ব্যাচ ৭৫ রানের জবাবে ২ উইকেট হারিয়ে জয় লাভ করে। ফাইনাল ম্যান অনুষ্ঠিত হবে রবিবার (১৪ এপ্রিল)।
খেলা শেষে মাশরাফি বলেন, এই টুর্নামেন্টের উদ্দেশ্য তিনটা। এর মধ্যে অন্যতম ঈদের পরে পুনর্মিলন। এ ছাড়া ক্রিকেটকে উজ্জীবিত করা যাতে আমাদের ছেলেরা অন্য কোনো বাজে দিকে মন না দিয়ে খেলায় ফিরতে পারে।
তিনি বলেন, সর্বোপরি এতগুলো ব্যাচের ছেলেরা নিজেদের স্কুলের মাঠে খেলছে এটা অনেক আনন্দের। আমি এবং আমার স্কুলের বন্ধুরাও খুব আনন্দ পেয়েছি এই টুর্নামেন্ট খেলে।
মন্তব্য করুন