বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ১১:৫৫ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। বৃষ্টি না হওয়ায় ভূ উপরিস্থ পানি শুকিয়ে যাচ্ছে। একই সঙ্গে ভূ-গর্ভস্থ পানির স্তর নেমে গেছে। তীব্র খরা, বৃষ্টিহীনতায় চাপা টিউবওয়েলে পর্যাপ্ত পানি না ওঠায় জনজীবনে হাঁসফাঁস তৈরি হয়েছে।

উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে সদর ইউনিয়ন এবং বড়টিয়া ইউনিয়নে সুপেয় পানির সংকট বেশি বলে জানা গেছে। শুধু তাই নয় সবশেষ জরিপ অনুযায়ী পানিতে ২০২১ সালে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের আওতায় উপজেলার সিংজুরী, বানিয়াজুরী, বড়টিয়া, নালী, ঘিওর, বালিয়াখোড়া, পয়লা ইউনিয়নে ১৭ হাজার ৫শত টিউবওয়েলের পানি পরীক্ষা করে সাড়ে তিন হাজারেরও অধিক টিউবওয়েলে আর্সেনিক পায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ।

উপজেলায় সর্বোচ্চ পার লিটারে ০.১৭২ মিলি গ্রাম আর্সেনিক এবং ১০.১ মিলি গ্রাম পার লিটারে আয়রন পাওয়া গেছে। যা স্বাভাবিকের চেয়ে বেশি। এমন নানা সমস্যায় সুপেয় পানির সংকট দিনদিন প্রকট আকার ধারণ করছে । এ ছাড়াও ভূ-গর্ভস্থে অতিরিক্ত পাথরের উপস্থিতি থাকায় পানিতে মাত্রা অতিরিক্ত আয়রন দেখা দিচ্ছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী বর্তমান সময়ে উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর ২৮’ ফুট পর্যন্ত নেমে গেছে। পারিবারিকভাবে বসানো হাজার হাজার নলকূপে পর্যাপ্ত পানি নেই। কিছু এলাকায় মানুষ ৫৫০-৬০০ ফুটেরও বেশি গভীর নলকূপ বসিয়ে নিজ নিজ পরিবারের পানির চাহিদা মেটাচ্ছেন। এমন অবস্থায় উপজেলার কয়েক হাজার মানুষ তীব্র পানির সংকটের মুখে পড়েছে। তবে জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তারা জানান, বৃষ্টি নামলে এ অবস্থার উন্নতি হতে পারে।

উপজেলায় সরকারিভাবে টিউবওয়েল স্থাপন করা হয়েছে ৩ হাজার ২৩৬টি এবং গভীর নলকূপ স্থাপন করা হয়েছে ৯ শত ৪৮টি।

উপজেলার বড়টিয়ার গ্রামের আব্দুর রহমান জানান, প্রায় মাস খানেক ধরে বাড়ির টিউবওয়েলে পানি উঠছেনা। পাশের অন্যবাড়ি থেকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। সরকারিভাবে গভীর নলকূপের ব্যবস্থা করে দিলে উপকৃত হতাম।

এছাড়াও পার্শবর্তী বালিয়াখোড়া ইউনিয়নের চরকোশুণ্ডা গ্রামের শহিদুর রহমান টিপু বলেন, ২০০ ফিটের টিউবওয়েল স্থাপন করেছি কিন্তু পানি পরীক্ষা করে আর্সেনিক ধরা পড়ে। যার কারণে টিউবওয়েলের পানি খাবার হিসেবে ব্যবহার করতে পারিনা। খাবার পানির সংকট দেখা দিয়েছে।

উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাকারিয়া কবির জানান, উপজেলায় সুপেয় পানির ব্যাপক সংকট রয়েছে। পানিতে অধিক পরিমাণে আর্সেনিক এবং আয়রন পাওয়া যাচ্ছে। এ ছাড়া বৃষ্টি না হওয়ায় ভূ উপরিস্থ পানি শুকিয়ে যাওয়ায় টিউবওয়েলেও পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না । তবে বৃষ্টি নামলে এ অবস্থার উন্নতি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১০

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১১

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১২

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৩

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৪

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৫

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১৬

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৭

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৮

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৯

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

২০
X