ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ১১:৫৫ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। বৃষ্টি না হওয়ায় ভূ উপরিস্থ পানি শুকিয়ে যাচ্ছে। একই সঙ্গে ভূ-গর্ভস্থ পানির স্তর নেমে গেছে। তীব্র খরা, বৃষ্টিহীনতায় চাপা টিউবওয়েলে পর্যাপ্ত পানি না ওঠায় জনজীবনে হাঁসফাঁস তৈরি হয়েছে।

উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে সদর ইউনিয়ন এবং বড়টিয়া ইউনিয়নে সুপেয় পানির সংকট বেশি বলে জানা গেছে। শুধু তাই নয় সবশেষ জরিপ অনুযায়ী পানিতে ২০২১ সালে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের আওতায় উপজেলার সিংজুরী, বানিয়াজুরী, বড়টিয়া, নালী, ঘিওর, বালিয়াখোড়া, পয়লা ইউনিয়নে ১৭ হাজার ৫শত টিউবওয়েলের পানি পরীক্ষা করে সাড়ে তিন হাজারেরও অধিক টিউবওয়েলে আর্সেনিক পায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ।

উপজেলায় সর্বোচ্চ পার লিটারে ০.১৭২ মিলি গ্রাম আর্সেনিক এবং ১০.১ মিলি গ্রাম পার লিটারে আয়রন পাওয়া গেছে। যা স্বাভাবিকের চেয়ে বেশি। এমন নানা সমস্যায় সুপেয় পানির সংকট দিনদিন প্রকট আকার ধারণ করছে । এ ছাড়াও ভূ-গর্ভস্থে অতিরিক্ত পাথরের উপস্থিতি থাকায় পানিতে মাত্রা অতিরিক্ত আয়রন দেখা দিচ্ছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী বর্তমান সময়ে উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর ২৮’ ফুট পর্যন্ত নেমে গেছে। পারিবারিকভাবে বসানো হাজার হাজার নলকূপে পর্যাপ্ত পানি নেই। কিছু এলাকায় মানুষ ৫৫০-৬০০ ফুটেরও বেশি গভীর নলকূপ বসিয়ে নিজ নিজ পরিবারের পানির চাহিদা মেটাচ্ছেন। এমন অবস্থায় উপজেলার কয়েক হাজার মানুষ তীব্র পানির সংকটের মুখে পড়েছে। তবে জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তারা জানান, বৃষ্টি নামলে এ অবস্থার উন্নতি হতে পারে।

উপজেলায় সরকারিভাবে টিউবওয়েল স্থাপন করা হয়েছে ৩ হাজার ২৩৬টি এবং গভীর নলকূপ স্থাপন করা হয়েছে ৯ শত ৪৮টি।

উপজেলার বড়টিয়ার গ্রামের আব্দুর রহমান জানান, প্রায় মাস খানেক ধরে বাড়ির টিউবওয়েলে পানি উঠছেনা। পাশের অন্যবাড়ি থেকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। সরকারিভাবে গভীর নলকূপের ব্যবস্থা করে দিলে উপকৃত হতাম।

এছাড়াও পার্শবর্তী বালিয়াখোড়া ইউনিয়নের চরকোশুণ্ডা গ্রামের শহিদুর রহমান টিপু বলেন, ২০০ ফিটের টিউবওয়েল স্থাপন করেছি কিন্তু পানি পরীক্ষা করে আর্সেনিক ধরা পড়ে। যার কারণে টিউবওয়েলের পানি খাবার হিসেবে ব্যবহার করতে পারিনা। খাবার পানির সংকট দেখা দিয়েছে।

উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাকারিয়া কবির জানান, উপজেলায় সুপেয় পানির ব্যাপক সংকট রয়েছে। পানিতে অধিক পরিমাণে আর্সেনিক এবং আয়রন পাওয়া যাচ্ছে। এ ছাড়া বৃষ্টি না হওয়ায় ভূ উপরিস্থ পানি শুকিয়ে যাওয়ায় টিউবওয়েলেও পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না । তবে বৃষ্টি নামলে এ অবস্থার উন্নতি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫-এ বিয়ে না করলেই শাস্তি!

গুচ্ছ ভর্তি পরীক্ষা: ‘বি’ ইউনিটে পাবিপ্রবিতে উপস্থিতি ৮৪.২১ শতাংশ

কিম জং উনের হেরেমের গোপন কাহিনি প্রকাশ্যে

অভিষিক্ত তামিমের অর্ধশতকে টাইগারদের সহজ জয়

উল্কা গেমসের কর ফাঁকি / এনবিআরের অভিযান নিয়ে ব্র্যাক ব্যাংকের ব্যাখ্যা 

আ.লীগ নেতারা নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করতে চাচ্ছে : প্রিন্স

রোহিতদের হটিয়ে টেস্টের এক নম্বর দল এখন অস্ট্রেলিয়া 

ইসরায়েলগামী জাহাজের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইয়েমেনিদের

নারী ক্রেতাকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড

মৎস্য খামারের সাইনবোর্ড ঝুলিয়ে ফসলি জমির মাটি লুট

১০

‘গুরুত্বপূর্ণ প্রকল্পে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী এডিবি’

১১

তীব্র খরার মধ্যেই দেশে বন্যা সতর্কতা

১২

চট্টগ্রামে দুইবার বৃষ্টির হানার পর আবারও খেলা শুরু  

১৩

স্ত্রীর স্বীকৃতি চেয়ে সেই ছাত্রলীগ নেতাকে ‘খুঁজছে’ তরুণী

১৪

আজ রাতেও ঢাকায় বৃষ্টির সম্ভাবনা

১৫

গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

১৬

সারা দেশে যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

১৭

রাবির হল ক্যান্টিন মালিকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

১৮

রাজনীতির নেতৃত্ব দিতে চায় ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’

১৯

মার্শাল আর্ট কিং রুবেলের আদ্যোপান্ত (ভিডিও)

২০
*/ ?>
X