দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা

দিনাজপুরের দশমাইলে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা। ছবি : কালবেলা
দিনাজপুরের দশমাইলে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা। ছবি : কালবেলা

দিনাজপুরের দশমাইলে অগ্নিকাণ্ডে একটি ফিলিং স্টেশনে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। ফিলিং স্টেশনের আগুনে পুড়ে গেছে চারটি যানবাহন। এদিকে আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ ৪ জন আহত হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইলস্থ আরিফ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কাহারোল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল খালেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল খালেদ জানান, তেলের লরি থেকে পাম্পের রিজার্ভ ট্যাংকে পেট্রল নামানোর সময় আগুন লাগে। এতে আগুন দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পাওয়ার পর কাহারোল ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ৮টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে দিনাজপুর ও বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট যৌথভাবে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে পেট্রল পাম্পে আগুন নেভাতে যেতে দেরি হওয়ার কারণে কাহারোল ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় ফায়ার সার্ভিসের দুই সদস্যসহ ৪ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে পানিবাহী একটি ট্রাক। হামলায় ইন্সপেক্টর রেজাউল করিম ও গাড়িচালক মোতালেব হোসেন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম জানান, ‘রাত সোয়া ৮টার দিকে আরিফ ফিলিং স্টেশনে একটি লরি থেকে তেল নামানো হচ্ছিল। এ সময় আগুন ধরে যায়। এতে স্টেশনের সামনে পার্কিং করে রাখা দুটি ট্রাক, তেলবাহী লরি ও একটি মোটরসাইকেল পুড়ে যায়। খবর পেয়ে রাত পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের সদস্যরা সেখানে পৌঁছান। তারা রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে দেরি করে আসায় বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ ৪ জন আহত হন।’

এ বিষয়ে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ‘দিনাজপুর সদর, কাহারোল, বীরগঞ্জ ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে আগুনে এক ব্যক্তির হাত ও চারটি যানবাহন পুড়ে গেছে। এরপরই দেরি করে আসার অভিযোগ তুলে ফায়ার সার্ভিসের ওপর হামলা চালায় কয়েকজন ব্যক্তি। এতে ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হন। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশন এর সহকারী পরিচালক আমিরুল ইসলাম জানান, ‘রাত ৮টা ২০ মিনিটে আরিফ পেট্রল পাম্পে আগুন লাগে। খবর পেয়ে রাত ৮টা ৪৫ মিনিটে জেলা স্টেশনসহ কাহারোল ও বীরগঞ্জ স্টেশনের ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৯টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ সময় উশৃঙ্খল জনতা কাহারোল ফায়ার সার্ভিস স্টেশনে গাড়ি ভাঙচুর করে। স্থানীয়দের ছোড়া পাথরের আঘাতে ফায়ার সার্ভিসের দুজন কর্মী আহত হয়েছেন।’

পাম্প মালিক মো. আসাদুজ্জামান জানান, ‘অগ্নিকাণ্ডে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তেলসহ একটি ট্যাংক লরী, ২টি ট্রাক ও একটি মোটরসাইকেল ভস্মীভূত হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিএনপি ছাড়া দেশে শান্তি আসবে না’

এক ইলিশ ১০ হাজার টাকা

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না : সেলিমুজ্জামান

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

১০

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

১১

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

১২

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

১৩

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

১৪

আবারও ইনজুরিতে ইয়ামাল

১৫

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

১৬

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১৭

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

১৮

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

১৯

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

২০
X