দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা

দিনাজপুরের দশমাইলে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা। ছবি : কালবেলা
দিনাজপুরের দশমাইলে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা। ছবি : কালবেলা

দিনাজপুরের দশমাইলে অগ্নিকাণ্ডে একটি ফিলিং স্টেশনে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। ফিলিং স্টেশনের আগুনে পুড়ে গেছে চারটি যানবাহন। এদিকে আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ ৪ জন আহত হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইলস্থ আরিফ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কাহারোল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল খালেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল খালেদ জানান, তেলের লরি থেকে পাম্পের রিজার্ভ ট্যাংকে পেট্রল নামানোর সময় আগুন লাগে। এতে আগুন দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পাওয়ার পর কাহারোল ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ৮টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে দিনাজপুর ও বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট যৌথভাবে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে পেট্রল পাম্পে আগুন নেভাতে যেতে দেরি হওয়ার কারণে কাহারোল ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় ফায়ার সার্ভিসের দুই সদস্যসহ ৪ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে পানিবাহী একটি ট্রাক। হামলায় ইন্সপেক্টর রেজাউল করিম ও গাড়িচালক মোতালেব হোসেন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম জানান, ‘রাত সোয়া ৮টার দিকে আরিফ ফিলিং স্টেশনে একটি লরি থেকে তেল নামানো হচ্ছিল। এ সময় আগুন ধরে যায়। এতে স্টেশনের সামনে পার্কিং করে রাখা দুটি ট্রাক, তেলবাহী লরি ও একটি মোটরসাইকেল পুড়ে যায়। খবর পেয়ে রাত পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের সদস্যরা সেখানে পৌঁছান। তারা রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে দেরি করে আসায় বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ ৪ জন আহত হন।’

এ বিষয়ে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ‘দিনাজপুর সদর, কাহারোল, বীরগঞ্জ ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে আগুনে এক ব্যক্তির হাত ও চারটি যানবাহন পুড়ে গেছে। এরপরই দেরি করে আসার অভিযোগ তুলে ফায়ার সার্ভিসের ওপর হামলা চালায় কয়েকজন ব্যক্তি। এতে ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হন। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশন এর সহকারী পরিচালক আমিরুল ইসলাম জানান, ‘রাত ৮টা ২০ মিনিটে আরিফ পেট্রল পাম্পে আগুন লাগে। খবর পেয়ে রাত ৮টা ৪৫ মিনিটে জেলা স্টেশনসহ কাহারোল ও বীরগঞ্জ স্টেশনের ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৯টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ সময় উশৃঙ্খল জনতা কাহারোল ফায়ার সার্ভিস স্টেশনে গাড়ি ভাঙচুর করে। স্থানীয়দের ছোড়া পাথরের আঘাতে ফায়ার সার্ভিসের দুজন কর্মী আহত হয়েছেন।’

পাম্প মালিক মো. আসাদুজ্জামান জানান, ‘অগ্নিকাণ্ডে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তেলসহ একটি ট্যাংক লরী, ২টি ট্রাক ও একটি মোটরসাইকেল ভস্মীভূত হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশা-যুবরাজ ও কাতার আমিরের শোক

‘সাউথ আরাবিয়া’ নামে বিচ্ছিন্ন রাষ্ট্রের ঘোষণাপত্র প্রকাশ করল এসটিসি ঘনিষ্ঠ গণমাধ্যম

হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

১০

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

১১

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

১২

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

১৩

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

১৪

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১৫

‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১৬

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১৭

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

১৮

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

১৯

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

২০
X