চাঁদপুরে বিয়েতে রাজি না হওয়ায় মা রানু বেগমকে গলা কেটে হত্যা করেছে ছেলে রাসেল খান।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে ফরিদগঞ্জের ৮ নম্বর পাইকপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট রাসেল (২৭)। ঘটনার পর থেকে সে পলাতক।
জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরেই বিয়ের জন্য পরিবারের সদস্যদের ওপর চাপ প্রয়োগ করে। কিন্তু সে বেকার হওয়ায় তার কথা কেউ শোনেনি। বিয়ের জন্য এর আগেও সে তার বাবা আতর খানকেও পিটিয়েছিল। আর আজ আজ মাকে গলা কেটে হত্যা করল সে।
ফরিদগঞ্জ থানার ওসি সাইদুর রহমান বলেন, লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে পুলিশি তদন্ত চলমান।
মন্তব্য করুন