আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৪, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরকে বেধড়ক পেটালেন চেয়ারম্যান

অভিযুক্ত চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরী। ছবি : সংগৃহীত
অভিযুক্ত চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরী। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরীর বিরুদ্ধে এক কিশোরকে মারধরের অভিযোগ উঠেছে।

তবে চেয়ারম্যানের দাবি, বাঁধে লাগানো সরকারি গাছ গরু দিয়ে নষ্ট করার সময় বাঁধা দেওয়ায় কিশোর উচ্ছৃঙ্খল আচরণ করায় তাকে শাসন করা হয়েছে।

মারধরের শিকার কিশোর বিক্রম দাস (১৩) বদলপুর ইউনিয়নের বাসিন্দা কালীকৃষ্ণ দাসের ছেলে ও সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার (১০ মে) সকালে বদলপুর ইউনিয়নের বদলপুর-পাহাড়পুর সড়কসংলগ্ন বেড়িবাঁধে এ ঘটনা ঘঠে।

ভুক্তভোগী কিশোরের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হাঁস ও গরু নিয়ে বাঁধ সংলগ্ন পতিত জমিতে যায় বিক্রম। এরপর গরুগুলোকে জমির পাশে ঘাস খাওয়াতে দেয়। কিছুক্ষণ পর চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরীসহ কিছু লোক সেখানে আসে। এ সময় চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরী গরুগুলোকে সেখান থেকে সরাতে বলে। বিক্রম গরু পরে সরাবে বললে চেয়ারম্যান সুষেনজিৎ অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ হাতে থাকা লাঠি দিয়ে বিক্রমকে বেধড়ক পিঠিয়ে আহত করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিক্রম বলে, সকালে হাঁস ও গরু নিয়ে বাঁধসংলগ্ন জমিতে খাওয়াতে যাই। কিছুক্ষণ পর চেয়ারম্যানের সঙ্গের লোকজন এসে আমাকে গরু সরাতে বলে। গরু পরে সরাব বলার সঙ্গে সঙ্গেই চেয়ারম্যান আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হাতে থাকা লাঠি দিয়ে মারধর করে। আমার মা এসে বাধা দিলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে চেয়ারম্যান সুষেনজিৎ।

এ বিষয়ে বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরী বলেন, বেড়িবাঁধে আমি প্রয়ি আড়াই হাজার গাছ লাগিয়েছি। প্রতিদিন গরুগুলো গাছ নষ্ট করে। শুক্রবার সকালে বাঁধে গিয়ে গরু সরাতে বললে বিক্রম উচ্ছৃঙ্খল আচরণ করে। আমি তখন শাসন করার জন্য হাতে থাকা কঞ্চি দিয়ে একটি আঘাত করি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেজাউল করিম জানান, কিশোর বিক্রমের হাটুর ওপরে সামনে ও পেছনে ঊরুতে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।

আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বলেন, বিষয়টি নিয়ে কিশোর বিক্রমের পরিবার এসেছিল। আমরা তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি। এখন পর্যন্ত তারা কোনো লিখিত অভিযোগ থানায় জমা দেননি। তারপরও বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় জোর দিলে ব্যয়বহুল চিকিৎসা চাপ কমবে

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

চাকরির মেয়াদ বাড়ল র‍্যাবের ডিজি ও এসবি প্রধানের 

বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

চট্টগ্রামে স্কুল থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৩

পিটার হাস বাংলাদেশে, নির্বাচনের আগে আবার আলোচনায়

বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

চবিতে সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চান চসিক মেয়র শাহাদাত

১০

কুকুর ঘেউ ঘেউ করায় মালিককে কুপিয়ে হত্যার অভিযোগ

১১

আটক ১৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

১২

উচ্চশিক্ষায় গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : রুয়েট উপাচার্য

১৩

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

১৪

অভ্যুত্থানের এক বছর পরও নিরাপত্তা নিশ্চিত হয়নি : আদীব

১৫

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে কেএসআরএমের ট্রাফিক সাইন হস্তান্তর

১৬

ইয়েমেনে হুতিদের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ মিফতাহ

১৭

অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাকৃবি

১৮

বুধবার ঢাকায় জোহরের নামাজের ইমামতি করবেন আল্লামা পীর সাবির শাহ্

১৯

‘নির্বাচন নিয়ে কেউ বিকল্প ভাবলে তা হবে বিপজ্জনক’

২০
X