আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৪, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরকে বেধড়ক পেটালেন চেয়ারম্যান

অভিযুক্ত চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরী। ছবি : সংগৃহীত
অভিযুক্ত চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরী। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরীর বিরুদ্ধে এক কিশোরকে মারধরের অভিযোগ উঠেছে।

তবে চেয়ারম্যানের দাবি, বাঁধে লাগানো সরকারি গাছ গরু দিয়ে নষ্ট করার সময় বাঁধা দেওয়ায় কিশোর উচ্ছৃঙ্খল আচরণ করায় তাকে শাসন করা হয়েছে।

মারধরের শিকার কিশোর বিক্রম দাস (১৩) বদলপুর ইউনিয়নের বাসিন্দা কালীকৃষ্ণ দাসের ছেলে ও সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার (১০ মে) সকালে বদলপুর ইউনিয়নের বদলপুর-পাহাড়পুর সড়কসংলগ্ন বেড়িবাঁধে এ ঘটনা ঘঠে।

ভুক্তভোগী কিশোরের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হাঁস ও গরু নিয়ে বাঁধ সংলগ্ন পতিত জমিতে যায় বিক্রম। এরপর গরুগুলোকে জমির পাশে ঘাস খাওয়াতে দেয়। কিছুক্ষণ পর চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরীসহ কিছু লোক সেখানে আসে। এ সময় চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরী গরুগুলোকে সেখান থেকে সরাতে বলে। বিক্রম গরু পরে সরাবে বললে চেয়ারম্যান সুষেনজিৎ অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ হাতে থাকা লাঠি দিয়ে বিক্রমকে বেধড়ক পিঠিয়ে আহত করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিক্রম বলে, সকালে হাঁস ও গরু নিয়ে বাঁধসংলগ্ন জমিতে খাওয়াতে যাই। কিছুক্ষণ পর চেয়ারম্যানের সঙ্গের লোকজন এসে আমাকে গরু সরাতে বলে। গরু পরে সরাব বলার সঙ্গে সঙ্গেই চেয়ারম্যান আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হাতে থাকা লাঠি দিয়ে মারধর করে। আমার মা এসে বাধা দিলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে চেয়ারম্যান সুষেনজিৎ।

এ বিষয়ে বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরী বলেন, বেড়িবাঁধে আমি প্রয়ি আড়াই হাজার গাছ লাগিয়েছি। প্রতিদিন গরুগুলো গাছ নষ্ট করে। শুক্রবার সকালে বাঁধে গিয়ে গরু সরাতে বললে বিক্রম উচ্ছৃঙ্খল আচরণ করে। আমি তখন শাসন করার জন্য হাতে থাকা কঞ্চি দিয়ে একটি আঘাত করি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেজাউল করিম জানান, কিশোর বিক্রমের হাটুর ওপরে সামনে ও পেছনে ঊরুতে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।

আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বলেন, বিষয়টি নিয়ে কিশোর বিক্রমের পরিবার এসেছিল। আমরা তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি। এখন পর্যন্ত তারা কোনো লিখিত অভিযোগ থানায় জমা দেননি। তারপরও বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তানকে দুঃসংবাদ দিল যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়

রেকর্ড ভেঙেও আকরামকে শীর্ষে রাখলেন স্টার্ক

কালবেলায় সংবাদ প্রকাশের পর পুলিশে রদবদল, সিএমপি পেল ২২ জন

ব্রিটিশ সংসদে খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ

পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

চায়ের দোকানে কৃষককে গুলি করে হত্যা

তারেক রহমান এসএসএফের নিরাপত্তা পাবেন কিনা, জানালেন রিজওয়ানা 

খালেদা জিয়ার আপসহীন অবস্থান জাতির জন্য চিরকাল স্মরণীয় : মাসুদ সাঈদী

শাকসু নির্বাচনে ২৫১ জনের মনোনয়ন সংগ্রহ, নারী প্রার্থী ৩৪

গোয়াল ঘরে আগুনে পুড়ে ৫ গবাদি পশুর মৃত্যু

১০

বিএনপি উন্নয়নের রাজনীতি করে, জামায়াত বিশ্বাসঘাতকতার : কাজী আলাউদ্দিন

১১

চিলমারীতে হানাদার মুক্ত দিবস পালিত

১২

খালেদা জিয়াকে কারাগারে স্লো পয়জনিংয়ে হত্যার চেষ্টা হয়েছে : খায়রুল কবির 

১৩

চট্টগ্রামে আট দলের বিভাগীয় সমাবেশ শুক্রবার

১৪

খালেদা জিয়ার আরোগ্য কামনায় শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা

১৫

লন্ডনে জামায়াত সেক্রেটারি / সমস্যা সমাধানের একমাত্র পথ নেতৃত্বের গুণগত পরিবর্তন

১৬

সুখবর পেতে যাচ্ছেন তারেক রহমান

১৭

ভারতে এলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

১৮

খালেদা জিয়া ঐক্যের প্রতীক : আমিনুল হক

১৯

বিরল প্রজাতির শকুন উদ্ধার

২০
X