আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৪, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরকে বেধড়ক পেটালেন চেয়ারম্যান

অভিযুক্ত চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরী। ছবি : সংগৃহীত
অভিযুক্ত চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরী। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরীর বিরুদ্ধে এক কিশোরকে মারধরের অভিযোগ উঠেছে।

তবে চেয়ারম্যানের দাবি, বাঁধে লাগানো সরকারি গাছ গরু দিয়ে নষ্ট করার সময় বাঁধা দেওয়ায় কিশোর উচ্ছৃঙ্খল আচরণ করায় তাকে শাসন করা হয়েছে।

মারধরের শিকার কিশোর বিক্রম দাস (১৩) বদলপুর ইউনিয়নের বাসিন্দা কালীকৃষ্ণ দাসের ছেলে ও সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার (১০ মে) সকালে বদলপুর ইউনিয়নের বদলপুর-পাহাড়পুর সড়কসংলগ্ন বেড়িবাঁধে এ ঘটনা ঘঠে।

ভুক্তভোগী কিশোরের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হাঁস ও গরু নিয়ে বাঁধ সংলগ্ন পতিত জমিতে যায় বিক্রম। এরপর গরুগুলোকে জমির পাশে ঘাস খাওয়াতে দেয়। কিছুক্ষণ পর চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরীসহ কিছু লোক সেখানে আসে। এ সময় চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরী গরুগুলোকে সেখান থেকে সরাতে বলে। বিক্রম গরু পরে সরাবে বললে চেয়ারম্যান সুষেনজিৎ অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ হাতে থাকা লাঠি দিয়ে বিক্রমকে বেধড়ক পিঠিয়ে আহত করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিক্রম বলে, সকালে হাঁস ও গরু নিয়ে বাঁধসংলগ্ন জমিতে খাওয়াতে যাই। কিছুক্ষণ পর চেয়ারম্যানের সঙ্গের লোকজন এসে আমাকে গরু সরাতে বলে। গরু পরে সরাব বলার সঙ্গে সঙ্গেই চেয়ারম্যান আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হাতে থাকা লাঠি দিয়ে মারধর করে। আমার মা এসে বাধা দিলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে চেয়ারম্যান সুষেনজিৎ।

এ বিষয়ে বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরী বলেন, বেড়িবাঁধে আমি প্রয়ি আড়াই হাজার গাছ লাগিয়েছি। প্রতিদিন গরুগুলো গাছ নষ্ট করে। শুক্রবার সকালে বাঁধে গিয়ে গরু সরাতে বললে বিক্রম উচ্ছৃঙ্খল আচরণ করে। আমি তখন শাসন করার জন্য হাতে থাকা কঞ্চি দিয়ে একটি আঘাত করি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেজাউল করিম জানান, কিশোর বিক্রমের হাটুর ওপরে সামনে ও পেছনে ঊরুতে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।

আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বলেন, বিষয়টি নিয়ে কিশোর বিক্রমের পরিবার এসেছিল। আমরা তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি। এখন পর্যন্ত তারা কোনো লিখিত অভিযোগ থানায় জমা দেননি। তারপরও বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইনে এইচএসসির ফলাফল দ্রুত জানবেন যেভাবে

ঘষা দিলেই উঠে যাচ্ছে ‘অমোচনীয়’ কালি

কারিগরিতে জিপিএ-৫ পেয়েছে ১৬১০ জন, পাসের হার কত?

ভোটগ্রহণের আগেই স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

৩৪৫ প্রতিষ্ঠানে সবাই পাস

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন সোনাক্ষী

এইচএসসি: কোন বোর্ডের ফল পেতে কীভাবে এসএমএস পাঠাবেন

মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫.৬১, জিপিএ-৫ কত?

এইচএসসি পরীক্ষায় কোন বোর্ড এগিয়ে, পিছিয়ে যে বোর্ড

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য 

১০

‘জীবনের প্রথম ভোট, খুবই ভালো লাগছে’

১১

এইচএসসিতে জিপিএ ৫-এর সংখ্যা কমলো অর্ধেকেরও বেশি

১২

তিন ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন সাকিব

১৩

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, কোন বোর্ডে পাসের হার কত

১৪

ভারতে চিকিৎসা নিতে গিয়ে মারা গেছেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী

১৫

‘যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়িতে আক্রমণ করা হয়েছে তা কষ্ট দেয়’

১৬

সাবেক এমপি শিবলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

১৭

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৮

চুলা তৈরির সময় মাটি খুঁড়ে পাওয়া গেল ৭১ রাউন্ড গুলি

১৯

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

২০
X