দলীয় নির্দেশ অমান্য করে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বিএনপির চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিতপত্রে তাদের এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
পৃথক পৃথক নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গৃহীত হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করে আপনি উপজেলা নির্বাচনে তৃতীয় দফায় প্রার্থিতা প্রত্যাহার করেননি। নির্বাচনে প্রতিযোগিতা করা সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থি এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। তাই জালিয়াতির নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা যে কোনো মাধ্যমে পত্র প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।’
যাদের শোকজ করা হয়েছে তারা হলেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা দ. জেলা বিএনপির সদস্য তাহমিনা হক পপি, পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকরামুল ইসলাম ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া অপু।
এ বিষয়ে তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বিএনপি নেতা জানান, সাংগঠনিক সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়া নেতাদের বিরুদ্ধে দল কঠোর অবস্থানে আছে।
মন্তব্য করুন