মৌলভীবাজারের কুলাউড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ আছকির মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- হাজীপুর ইউনিয়নের রজনপুর এলাকার মিসির আলী ও একই এলাকার আবুল হোসেন।
কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার দুপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে মিছির আলী পক্ষের লোকজন আছকির মিয়াকে পিটিয়ে হত্যা করে। পরে নিহতের ভাই আছকর আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন। রাত সাড়ে ১০টায় হত্যা মামলার আসামি মিছির আলী ও আবুল হোসেন পালিয়ে যাওয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাজার থেকে তাদের গ্রেপ্তার করে।
মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ১২ ঘণ্টার মধ্যেই আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। আসামিদের বৃহস্পতিবার (১৬ মে) আদালতে সোপর্দ করা হবে। মামলার প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন