চুয়াডাঙ্গার জীবননগরে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় জিয়ারুল রহমান (৪৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাঁকা ব্রিকস ফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়ারুল রহমান উপজেলার মিনাজপুর গ্রামের মৃত আত্তাব মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত শুক্রবার সকালে পাখা বিক্রির জন্য জীবননগর বাজারে যাচ্ছিলেন জিয়ারুল। সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হন। ১০টার দিকে তিনি জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাঁকা ব্রিকস ফিল্ডে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পাখি ভ্যানের (ব্যাটারিচালিত) সঙ্গে ধাক্কা লাগে। এ সময় জিয়ারুল সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) মোস্তাফিজুর রহমান সুজন বলেন, দুর্ঘটনায় আহত জিয়ারুলকে হাসপাতালে আনা হয়েছিল। মৃত অবস্থায় তাকে হাসপাতালে পেয়েছিলাম। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে গেছে। নিহত পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
মন্তব্য করুন