লেলিন, কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৩:০৩ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরের খাবারের ঐতিহ্য সুস্বাদু ‘সিঁদল’ 

সিঁদল তৈরির উপকরণ। ছবি : সংগৃহীত
সিঁদল তৈরির উপকরণ। ছবি : সংগৃহীত

সিঁদল। হঠাৎ করে এই নামটি শুনলে অপরিচিত মনে হতে পারে। কিন্তু সিঁদলের সঙ্গে জড়িয়ে আছে রংপুর অঞ্চলের খাবারের ঐতিহ্য। প্রাচীনকাল থেকেই সিঁদল রংপুর অঞ্চলের সুস্বাদু খাবার। যদিও বর্তমান প্রজন্মের কাছে সেভাবে পৌঁছেনি সিঁদলের স্বাদ।

রংপুর বিভাগের কমবেশি প্রতিটি পরিবারই সিঁদলের সঙ্গে পরিচিত। বিশেষ করে সিঁদল তৈরির সঙ্গে যে উপকরণ প্রয়োজন, তা যেন কারোই অপরিচিত নয়। এটি মূলত ছোট মাছের শুকনো শুঁটকি আর কচুর ডাটা দিয়ে তৈরি হয়। সঙ্গে পর্যায়ক্রমে আদা, রসুন, হলুদ, সরিষার তেল, খাওয়ার সোডা আর এলাচও দিতে হয়।

এক সময়ের নীলফামারীর কিশোরগঞ্জের গ্রামীণ মানুষের প্রিয় খাবার। এটি মূলত মলা, ডারকা বা পুঁটি জাতীয় বিভিন্ন ধরনের ছোট মাছ দিয়ে তৈরি হয়। প্রথমে ছোট মাছগুলো ভালো করে ধুয়ে কুটে পরিষ্কার করে সপ্তাহখানেক কড়া রোদে শুকিয়ে শুঁটকি করে নিতে হয়। পরে মাছের শুঁটকিগুলো ঢেঁকিতে নয়তো উরুনগান (বড় আকারের কাঠের হামানদিস্তা) বা শিল-পাটায় আধা ভাঙা অর্থাৎ আধা গুঁড়ো করে নিতে হয়। আবার ব্লেন্ডারেও শুঁটকি আধা ভাঙা করে নিতে পারেন।

শুঁটকি আধা ভাঙা করা শেষ হলে একই পরিমাণ সাদা মানকচু ও কালো কচুর শুধু ডাঁটা ধুয়ে নিয়ে কাঁচা অবস্থাতেই বাটতে হয়। কচু বাটার সঙ্গে মলা, ডারকা বা পুঁটি মাছের আধা ভাঙা গুঁড়া, প্রয়োজন মতো আদা, রসুন এবং কিছু পরিমাণ খাওয়ার সোডার মিশ্রণে ধীরে ধীরে সবকিছুর সঙ্গে মেশাতে হয়। সব মেশানো হয়ে গেলে হলুদ ও সরিষার তেল দিয়ে মেখে হাত দিয়ে গোল বা চ্যাপটা করে এক সপ্তাহ কড়া রোদে শুকাতে হয়। ডালা বা কুলায় জাল দিয়ে ঢেকে (যাতে কাক বা পাখি খেতে না পারে) শুকিয়ে এগুলো একটু শক্ত হয়ে গেলে তৈরি হয়ে যায় সিঁদল। অনেকে আবার মালা করে শুকিয়ে নেন। এভাবে তৈরি সিঁদল বহু দিন রেখে খাওয়া যায়।

সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য ও স্বাদের কারণে সিঁদল এ অঞ্চলের মানুষের একটি অতিপ্রিয় খাবার। এটি শীতকালে এবং বর্ষার মৌসুমে সকালের খাবারে গ্রামাঞ্চলে বেশি করে খেতে দেখা যায়।

আরও পড়ুন : চা খেয়েই কমবে ওজন, জানতে হবে সঠিক উপায়

সিঁদল তেলে ভেজে নিয়ে পরে প্রয়োজন মতো শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ, লবণ দিয়ে ভর্তা করে খাওয়া হয়। কোথাও কোথাও তেলে না ভেজে কলার পাতায় মোড়ানো সিঁদল চুলোয় পোড়ানো হয়। পরে কলার পাতা কালো রং ধারণ করলে সিঁদল বের করে প্রয়োজন মতো শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ, লবণ দিয়ে ভর্তা করা হয়।

এখনো গ্রামগঞ্জের হাটবাজারে সিঁদল বিক্রি হয়। জোড়া প্রতি সিঁদল ৪০-৫০ টাকা করে বিক্রি হয়ে থাকে। কোথাও আবার দুই জোড়া ৬০ টাকা। সাইজ, শুঁটকির ধরন ও শুকানোর ওপর সিঁদলের দাম নির্ভর করে থাকে। তবে শহুরে জনপদে সিঁদল সহসাই পাওয়া যায় না।

মাগুড়ার আহাদ মিয়া বলেন, ‘হামরা বর্ষাকালে ছোট ছোট মাছ ধরি আগোত অইরোদ (রোদে) শুকাই, তারপর ঢেকিত ভাঙি নেই। পরে ওসুন (রসুন), কচু বাটার সাথে মাছের ভাঙা গুঁড়া একসাথে করি। প্রয়োজন মতো আদা, ওসুন, সোডা একসাথে মাখিয়া হলুদ আর সরিষার তেল দিয়্যা গোল বা চ্যাপটা করি কড়া অইরোদ শুকাই। সিঁদল মেলাদিন থুয়্যা (অনেক দিন রেখে) খাওয়া যায়।’

নিতাই ইউনিয়নের প্রতিপাল আফজাল হোসেন জানান, সিঁদল মূলত শীতকালে বেশি খেতে দেখা যায়। গরম ভাতের সঙ্গে সিঁদল ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। এলাকার ঐতিহ্যগত কারণে অনেক সময় খাবার আয়োজনেও মেহমানদের সিঁদল দিয়ে আপ্যায়ন করা হয়। এটা নীলফামারী জেলার মানুষের খাবারের ঐতিহ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে’

আরএমপির ১২ থানায় ওসি পদে রদবদল

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ

খালেদা জিয়ার সুস্থতার জন্য আইইবিতে দোয়া মাহফিল

৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার

যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা নিয়ে ‘সুখবর’ দিলেন সারাহ কুক

২০২৬ বিশ্বকাপে মেসিদের কত কিলোমিটার ভ্রমণ করতে হবে?

খালেদা জিয়াকে বিদেশ নেওয়া নিয়ে নতুন ভাবনা মেডিকেল বোর্ডের

নওগাঁ জেলা পরিষদ পার্কের অধিকাংশ রাইডস ব্যবহারের অনুপযোগী

১০

এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

১১

যে কারণে স্কালোনির কাছে ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

১২

আগামী নির্বাচন দেশ ও জনগণের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান

১৩

যথাসময়ে আইনি পদক্ষেপ নেব : শিশির মনির

১৪

বাংলাদেশ-ভারত সম্পর্ক সব দিক থেকেই এগিয়ে যাবে : তারিক চয়ন

১৫

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বুইশ্যার সহযোগী ইমন অস্ত্রসহ গ্রেপ্তার

১৬

‘খালেদা জিয়ার অবস্থার উন্নতি, সিটিস্ক্যানসহ কিছু টেস্ট নরমাল’

১৭

সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে : তারেক রহমান

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৪৮৯ পদ সৃজনের সিদ্ধান্ত

১৯

ব্যাটে-বলে নিষ্প্রভ সাকিব, তবু জয় পেয়েছে তার দল

২০
X