সাভারের আশুলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জালভোট দেওয়ার অভিযোগে মো. আরিফ (জুনায়েদ) (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) দুপুর ২টার দিকে আশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ উদ্দিনের চশমা প্রতীকে ভোট দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
আশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এ্যালবার্ট জনি বলেন, জুনায়েদ নামে এক যুবক দুপুরে ভোট দিতে কেন্দ্রে যান। এ সময় তার কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় দায়িত্বরত পুলিং এজেন্ট তাকে আটক করে রাখে। বিষয়টি আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। এ বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত জানাননি। বর্তমানে ভোটগ্রহণ শেষে গণণা চলছে। পরবর্তীতে আলাপ-আলোচনা করে আটককৃতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাভার উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও রাহুল চন্দ জানান, বিষয়টি আমার জানা নাই। তাছাড়া জালভোট দেওয়ার অভিযোগে কাউকে আটক করলে তাকে পুলিশে সোপর্দ করতে হবে। আর যদি জালভোট দেওয়ার বিষয় প্রমাণিত না হয় তাকে ছেড়ে দিতে হবে। কিন্তু কাউকে আটক করে রাখা যাবে না, এটাই নিয়ম।
মন্তব্য করুন