শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৪, ১১:১৮ এএম
আপডেট : ২২ মে ২০২৪, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

ভুট্টার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক

খানসামার বেলপুকুর গ্রামে রাস্তার পাশে ভুট্টার স্তূপ করছেন চাষিরা। ছবি : কালবেলা
খানসামার বেলপুকুর গ্রামে রাস্তার পাশে ভুট্টার স্তূপ করছেন চাষিরা। ছবি : কালবেলা

দিনাজপুরের খানসামা উপজেলায় চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। এ উপজেলায় অধিকাংশ কৃষক ধান চাষের পাশাপাশি স্বল্প খরচ ও অল্প পরিশ্রমে অধিক লাভ হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন।

লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিঘা প্রতি ফলন পাচ্ছেন ৬৫ থেকে ৭০ মণ। মাঠ থেকে ফসল ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারে এখন ভুট্টার দামও ভালো পাচ্ছেন তারা।

উপজেলার বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা ভুট্টা প্রতি মণ বিক্রি হচ্ছে ১১০০ টাকা থেকে ১১৫০ টাকা। আর শুকনা ভুট্টা বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়।

সরেজমিনে উপজেলার গোবিন্দপুর, গোয়ালডিহি, কাচিনীয়া, খামারপাড়া, আঙ্গারপাড়া, হোসেনপুর, টংগুয়া, ধর্মপুর, দক্ষিণ বালাপাড়া গ্রাম ঘুরে দেখা গেছে, মাঠজুড়ে বিস্তীর্ণ ভুট্টাক্ষেত। সাধারণত নভেম্বর ও ডিসেম্বর মাসে ভুট্টার বীজ বপন করা হয়। এপ্রিলের শেষ ও মে মাসের প্রথম সপ্তাহ থেকেই এ ভুট্টা ক্ষেত থেকে উত্তোলন শুরু হয়। কিছু কিছু ক্ষেতে গাছের আগা ও পাতা ছেঁটে ফেলা হয়েছে, যেন ভুট্টার মোচায় রোদের তাপ লাগতে পারে। অধিকাংশ ক্ষেতে গাছ থেকে ভুট্টার মোচা তোলা ও সংগ্রহকাজে উপজেলাজুড়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকায় ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে অধিক লাভের ফলে প্রতি বছর ভুট্টা চাষ বৃদ্ধি পাচ্ছে। গত ২০২২-২৩ মৌসুমে এ উপজেলার ৬টি ইউনিয়নে ভুট্টা চাষ হয়েছে ৮২৮৫ হেক্টর। এদিকে চলতি ২০২৩-২৪ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ভুট্টা চাষ হয়েছে ৮৪৯০ হেক্টর।

উপজেলার চাকিনিয়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, এবার শীতের প্রকোপ বেশি থাকা, সঠিক সময়ে বৃষ্টিপাত এবং রৌদ্রের প্রখরতা তেমন না থাকায় ভুট্টার ফলন ভালো হয়েছে। মোচাগুলো বড় হয়েছে। ভুট্টার দানা বড় ও পরিপক্ব হওয়ায় বেড়েছে ওজন।

উপজেলার খামারপাড়া ইউনিয়নের ভুট্টা চাষি আজিজুল ইসলাম বলেন, আমি প্রতি বছরের ন্যায় এ বছরেও আগাম জাতের তাজমহল, পুনর্ভবা ৩৫৫৫, কাবেরি-৫ জাতের ৫ বিঘা ভুট্টা চাষ করেছি। আগাম ভুট্টার চাহিদা বেশি ও দামও ভালো পাওয়া যায়। আমার প্রতি বিঘায় ভুট্টা চাষে জমি তৈরি, সার, বীজ, শ্রমিকের মজুরি ও সেচসহ সর্বমোট ২৩ হাজার টাকা খরচ হয়েছে। আশা করছি, যদি দাম ভালো থাকে তাহলে, প্রতি বিঘা ৬০-৭০ হাজার টাকার ভুট্টা বিক্রি করতে পারব।

হাসিমপুর গ্রামের ভুট্টা চাষি মশিউর রহমান বলেন, ভুট্টা চাষ লাভজনক হওয়ায় এ বছরও এক বিঘা জমিতে চাষ করেছি। তবে এখন একটু দাম কম তবুও বিঘায় প্রায় ৩০ হাজার টাকা লাভ হবে। এতে লাভের পরিমাণ কম হলেও এ চাষে লোকসান হয় না।

ভুট্টা ব্যবসায়ী হাসানুর রহমান বলেন, প্রতি কেজি হাইব্রিড কাঁচা ভুট্টা ২২-২৪ টাকা কেজি দরে কিনে শুকানোর পর ২৫-৩০ টাকা কেজি দরে বিভিন্ন কোম্পানি ও এজেন্টের কাছে বিক্রি করি। এতে করে এ ভুট্টার সিজনে আমরাও লাভবান হই।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা যদুনাথ রায় বলেন, ভুট্টা একটি লাভজনক ফসল। তা ছাড়া কম সময়ে অধিক লাভ হওয়ায় কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন। এ জন্য কৃষকদের সবধরনের সহায়তা প্রদানে কাজ করছি। সেই সঙ্গে ভুট্টার ক্ষতিকর বালাই সম্পর্কে কৃষকদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করেছি। এতে কৃষকরা ভালো ফলন ও দাম পাচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবা আক্তার কালবেলাকে বলেন, এ বছর উপজেলায় ভুট্টাচাষ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। অন্যান্য ফসলের তুলনায় ভুট্টার রোগবালাই কম এবং উৎপাদন ও লাভ বেশি হওয়ায় কৃষকরা ভুট্টা আবাদের দিকে বেশি ঝুঁকছেন। পোল্ট্রি ফিড ব্যতীত ভুট্টার বহুমুখী ব্যবহার বাড়ালে এ ফসলটির স্থায়িত্ব এবং চাষাবাদ আরও অনেকাংশে বেড়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

১০

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

১২

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

১৩

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

১৪

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১৫

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

১৬

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

১৭

জামায়াতের নাড়িপোতা পাকিস্তানে : মাহমুদ হাসান 

১৮

ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান গণসংহতির

১৯

তারেক রহমান : ইতিহাসের অগ্নিপথ পেরিয়ে জাতির প্রত্যাশার শিখরে

২০
X