ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পূর্ব বাঁশপাড়া করিম উল্যাহ ওরফে কালা মিয়া (৬৫) নামক একজনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (২২ মে) সকালে পৌর শহরের মিজান মজুমদারের বাড়ির পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত কালা মিয়া জমদ্দার বাড়ির মৃত রাজা মিয়ার দ্বিতীয় ছেলে। তিনি পেশায় একজন চা দোকানদার।
এ ঘটনার সন্দেহজনক ছাগলনাইয়া থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এরই মধ্যে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী মর্গে পাঠানো হয়েছে।
ছাগলনাইয়া থানার ওসি বলেন, সকালে পৌর শহরে বাঁশপাড়া এলাকায় একজন বয়স্ক লোকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্দেহজনক দুজন মহিলাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মন্তব্য করুন