রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে মো. রুহুল আমিন ওরফে সুজন ওরফে মামুন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মে) রাত ১২টার দিকে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানাধীন বারো রাস্তার মোড় এলাকা থেকে নগরীর বেলপুকুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এসময় আসামির কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩৫ হাজার টাকা, স্বর্ণালংকার ও একটি আইফোন উদ্ধার করা হয়।
শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. জামিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো. রুহুল আমিন ওরফে সুজন ওরফে মামুন নাটোর জেলার লালপুর থানার মোমিনপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুরের শিবচর থানা এলাকার এক নারীর সঙ্গে আসামি রুহুল আমিনের গত ১০ মে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয়। গত ২০ মে ভুক্তভোগী নারীকে বিয়ে করবে বলে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে রাজশাহীতে আসতে বলে। ভুক্তভোগী নারী রাজশাহীর নওদাপাড়া আম চত্বরে এসে রুহুল আমিনের সঙ্গে দেখা করেন। তারা দুজন রাজশাহীর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে ঐদিন রাত ১১টার দিকে বেলপুকুর থানার তাড়াশ গ্রামের রফিকুল ইসলাম নামক এক ব্যক্তির বাড়িতে যায়। সকালে ভুক্তভোগী নারী ঘুম থেকে উঠে দেখে তার মোবাইল ফোন, স্বর্ণালংকার ও ৪০ হাজার টাকা নাই এবং আসামি রুহুল আমিনও পলাতক। রুহুলের মোবাইল ফোন বন্ধ। রুহুল আমিনকে খোঁজাখুঁজি করে না পেয়ে নগরীর বেলপুকুর থানায় একটি এজাহার দায়ের করেন।
থানায় এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাত ১২টার দিকে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে বেলপুকুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড় থেকে আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে জানায় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া মালামালগুলো তার বাড়িতে আছে। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি তল্লাশি করে ৩৫ হাজার টাকা, বিভিন্ন স্বর্ণালংকার ও একটি আইফোন উদ্ধার করা হয়। অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্তব্য করুন