কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৪, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

পরিচয় লুকিয়ে কাজ করে জিপিএ-৫, কলেজে ভর্তি নিয়ে শঙ্কা

মোশারফ হোসেন রাব্বি। ছবি : সংগৃহীত
মোশারফ হোসেন রাব্বি। ছবি : সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় কথা শহীদ স্মৃতি বিদ্যাপীঠে লেখাপড়া করত মোশাররফ। বাবার আর্থিক দৈন্যতার কারণে যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে, সেই স্কুলের নতুন ভবনের নির্মাণকাজে শ্রমিকের কাজ করেছে নিজের পরিচয় গোপন রেখে। জিপিএ-৫ পাওয়ার পর এখন আর্থিক সংকটে কলেজে ভর্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে তার।

মোশাররফ উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের হরিপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

মোশারফের মা মোছা. নাজমা খাতুন জানান, তার ৩ ছেলে এবং ১ কন্যার মধ্যে মোশারফ হোসেন রাব্বি সবার বড়। লেখাপড়ায় তার খুব আগ্রহ। কোনোদিন তাকে স্কুলে আসা যাওয়া করার জন্য বা পড়ার জন্য তাগিদ দিতে হয়নি। নিজের অদম্য উৎসাহ নিয়ে সে লেখাপড়া করেছে। পরীক্ষার কিছুদিন আগেও মুখ ঢেকে রাজমিস্ত্রির কাজে শ্রমিকের কাজ করেছে। উপার্জিত টাকা মায়ের হাতে দিতে গিয়ে সে আবেগাপ্লুত হয়ে মাকে বলেছে, বাবার কষ্ট হয় তাই বাবাকে সাহায্য করতে আমি স্কুলে গিয়ে মুখ ঢেকে শ্রমিকের কাজ করেছি। অবশেষে মানবিক বিভাগ থেকে অদম্য এই মোশারফ জিপিএ-৫ পেয়েছে। এই জিপিএ-৫ পাওয়া নিয়েও রয়েছে বেদনার কথা।

কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ের কুতুবপুর গ্রামে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ তার বাড়ির পাশেই গ্রামের পিছিয়ে পড়া ছেলেমেয়েদের আধুনিক, বিজ্ঞান ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করার লক্ষে নিজ হাতে গড়ে তোলেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।

বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয় গত ১২ মে। প্রকাশিত এই ফলাফলে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ জনেই জিপিএ-৫ পায়। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য আনন্দ উৎসব করে বিদ্যাপীঠের জিপিএ-৫ প্রাপ্তসহ সকল শিক্ষার্থী ও শিক্ষকগণ। সেদিন আনন্দ উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারও গিয়েছিলেন। সেদিন লোক লজ্জার ভয়ে আনন্দ উৎসবে যায়নি। বাড়িতে বসেই কান্না করছিল মোশারফ। মোশারফের মা নাজমা খাতুন বলেন, আমার ছেলের ফলাফলে আমরা খুব খুশি। তাই স্কুলে গিয়েছিলাম স্যারদের মিষ্টি খাওয়াতে এবং কীভাবে ভালো কলেজে ভর্তি করাব এবং লেখাপড়া করাব সে বিষয় জানতে বুঝতে। মোশারফের লেখাপড়া করার খুব আগ্রহ। কিন্তু আমাদের তো টাকা-পয়সা নাই। কীভাবে ভালো কলেজে লেখাপড়া করাব এ নিয়ে দুশ্চিন্তায় আছি। মোশারফ লেখাপড়া করে অনেক বড় হতে চায়। তার সেই স্বপ্ন পূরণের জন্য মোশারফের মা-বাবা সরকার তথা সমাজের বিত্তশালীদের সুদৃষ্টি কামনা করেন।

প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, মোশারফের অদম্য উৎসাহ ও মেধাকে এগিয়ে নিতে সমাজের সকল স্তরের মানুষের সুদৃষ্টি ও সহানুভূতি কামনা করছি।

রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, নির্মাণশ্রমিকের কাজ করে মোশাররফ জিপিএ-৫ পেয়েছে। অদম্য এই মেধাবীর জন্য সকলকেই সাহায্যের হাত বাড়ানোর আহ্বানও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০৯ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

একাধিক দেশের পাসপোর্টধারীরাই ‘সেফ এক্সিটের’ তালিকা করে: আসিফ মাহমুদ

শহিদুল আলমের মুক্তির জন্য সোচ্চার হতে হবে : তাসলিমা আখতার

স্থানীয় সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আনোয়ারুজ্জামানের

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

‘হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকত’

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

আফগানদের কাছে হারার পর যা বললেন মিরাজ

অল্প পুঁজি নিয়ে আফগানদের সাথে পারল না বাংলাদেশ

‘দেশের সার্বিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে’

১০

রাবেতাতুল ওয়ায়েজীনের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময়

১১

ডিএনসিসি এলাকায় টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু

১২

অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ডলার

১৩

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

১৪

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

১৫

কালবেলার সংবাদের পর স্বপ্নের রঙিন ঘরে শাহারবানু

১৬

আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াত : মুজিবুর রহমান

১৭

রাজধানীতে তারেক রহমানের সাক্ষাৎকারের রেকর্ডেড ভিডিও প্রদর্শন

১৮

জবাব দিতে পিএসসিকে আলটিমেটাম

১৯

অসদাচরণের অভিযোগে বদলি চিকিৎসক দম্পতি

২০
X