চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ মে ২০২৪, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ
ঘূর্ণিঝড় রিমাল

সমুদ্র পাড় থেকে পাহাড়ে একযোগে মাইকিং চট্টগ্রামে

চট্টগ্রামে রিমালের সচেতনতামূলক প্রচারে সমুদ্র পাড় থেকে পাহাড়ে একযোগে মাইকিং করা হচ্ছে। ছবি : কালবেলা
চট্টগ্রামে রিমালের সচেতনতামূলক প্রচারে সমুদ্র পাড় থেকে পাহাড়ে একযোগে মাইকিং করা হচ্ছে। ছবি : কালবেলা

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি শনিবার মধ্যরাতে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শংকায় চট্টগ্রামে ঘূর্ণিঝড় মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। প্রস্তুত করা হয়েছে আশ্রয়কেন্দ্র, শুকনো খাবার মজুদ করাসহ স্বেচ্ছাসেবকদেরও প্রস্তুত রাখা হয়েছে। সমুদ্রের কাছাকাছি এলাকা পতেঙ্গা, বন্দর, হালিশহর থেকে শুরু করে নগরের মাতিঝর্ণা ও বাটালি হিল পাহাড়ি এলাকায় একযোগে মাইকিং চলছে।

শনিবার (২৫ মে) সকাল থেকে চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং শুরু করে জেলা প্রশাসন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রস্তুতি প্রাণহানিসহ ঘূর্ণিঝড়ের আঘাত থেকে জানমাল রক্ষায় চট্টগ্রামের উপকূলীয় ছয় উপজেলাসহ জেলার ১৫ উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় এ তথ্য জানান চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

কালবেলাকে তিনি বলেন, ঘূর্ণিঝড়ের আঘাত ও জানমাল রক্ষায় চট্টগ্রামের উপকূলীয় ছয় উপজেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে সেখানে খোলা হয়েছে ৮৫টি আশ্রয়কেন্দ্র, প্রস্তুত করা হয়েছে আরও ৭৮৫টি। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে আনতে করা হচ্ছে মাইকিং। কাজ করছে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা। দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক চাহিদা মেটানোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২১ টন চাল।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের লক্ষ্যে প্রস্তুত রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটি উপজেলায় নির্বাহী কর্মকর্তারা জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতিমূলক সভা করছেন।

এ ছাড়া সমুদ্রের তীরবর্তী এলাকা বাঁশখালী উপজেলায় ১১০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উপজেলার উপকলীয় এলাকা ছনুয়া, খানখানাবাদ, গন্ডামারা, সরল, বাহারছড়া, কাথরিয়া, সাধনপুর, পুকুরিয়া, পুইছড়ি, শেখেরখীল ও শীলকুপ এলাকায় সাইক্লোন শেল্টার এবং মুজিব কিল্লাসহ ১১০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সাগরে যেসব জেলে রয়েছেন তাদের ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

এদিকে কাট্টলী সার্কেল ভূমি অফিসের উদ্যোগে মেরিন ড্রাইভ, রাসমনি ঘাট, ১নং ঝিল, বিজয়নগর, উত্তর পাহাড়তলীসহ পাহাড়ি এলাকায় জনসাধারণকে সতর্ক করে এ মাইকিং চলমান রয়েছে। এ ছাড়া রেড ক্রিসেন্ট, সিপিপি ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কথা বলে তাদের প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো পর্যায়ক্রমে প্রস্তুত করা হচ্ছে। সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় জনগণের জানমাল রক্ষায় জেলা প্রশাসন, চট্টগ্রাম এর তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় রেমাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ, পাবেন একাধিক সুবিধা

প্রেমিকার উপস্থিতিতে প্রেমিকের কাণ্ড

রাজধানীতে আজ কোথায় কী

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

ঢাকায় কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৫ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, ক্লু পাচ্ছে না পুলিশ

পাতানো জালে আটকা নিখোঁজ বৃদ্ধের লাশ

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

১০

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

১১

এক মাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

১২

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

১৩

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

১৪

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

১৫

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

১৬

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

১৭

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছন্নতা অভিযান

১৮

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

১৯

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

২০
X