চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ মে ২০২৪, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ
ঘূর্ণিঝড় রিমাল

সমুদ্র পাড় থেকে পাহাড়ে একযোগে মাইকিং চট্টগ্রামে

চট্টগ্রামে রিমালের সচেতনতামূলক প্রচারে সমুদ্র পাড় থেকে পাহাড়ে একযোগে মাইকিং করা হচ্ছে। ছবি : কালবেলা
চট্টগ্রামে রিমালের সচেতনতামূলক প্রচারে সমুদ্র পাড় থেকে পাহাড়ে একযোগে মাইকিং করা হচ্ছে। ছবি : কালবেলা

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি শনিবার মধ্যরাতে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শংকায় চট্টগ্রামে ঘূর্ণিঝড় মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। প্রস্তুত করা হয়েছে আশ্রয়কেন্দ্র, শুকনো খাবার মজুদ করাসহ স্বেচ্ছাসেবকদেরও প্রস্তুত রাখা হয়েছে। সমুদ্রের কাছাকাছি এলাকা পতেঙ্গা, বন্দর, হালিশহর থেকে শুরু করে নগরের মাতিঝর্ণা ও বাটালি হিল পাহাড়ি এলাকায় একযোগে মাইকিং চলছে।

শনিবার (২৫ মে) সকাল থেকে চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং শুরু করে জেলা প্রশাসন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রস্তুতি প্রাণহানিসহ ঘূর্ণিঝড়ের আঘাত থেকে জানমাল রক্ষায় চট্টগ্রামের উপকূলীয় ছয় উপজেলাসহ জেলার ১৫ উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় এ তথ্য জানান চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

কালবেলাকে তিনি বলেন, ঘূর্ণিঝড়ের আঘাত ও জানমাল রক্ষায় চট্টগ্রামের উপকূলীয় ছয় উপজেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে সেখানে খোলা হয়েছে ৮৫টি আশ্রয়কেন্দ্র, প্রস্তুত করা হয়েছে আরও ৭৮৫টি। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে আনতে করা হচ্ছে মাইকিং। কাজ করছে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা। দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক চাহিদা মেটানোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২১ টন চাল।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের লক্ষ্যে প্রস্তুত রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটি উপজেলায় নির্বাহী কর্মকর্তারা জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতিমূলক সভা করছেন।

এ ছাড়া সমুদ্রের তীরবর্তী এলাকা বাঁশখালী উপজেলায় ১১০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উপজেলার উপকলীয় এলাকা ছনুয়া, খানখানাবাদ, গন্ডামারা, সরল, বাহারছড়া, কাথরিয়া, সাধনপুর, পুকুরিয়া, পুইছড়ি, শেখেরখীল ও শীলকুপ এলাকায় সাইক্লোন শেল্টার এবং মুজিব কিল্লাসহ ১১০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সাগরে যেসব জেলে রয়েছেন তাদের ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

এদিকে কাট্টলী সার্কেল ভূমি অফিসের উদ্যোগে মেরিন ড্রাইভ, রাসমনি ঘাট, ১নং ঝিল, বিজয়নগর, উত্তর পাহাড়তলীসহ পাহাড়ি এলাকায় জনসাধারণকে সতর্ক করে এ মাইকিং চলমান রয়েছে। এ ছাড়া রেড ক্রিসেন্ট, সিপিপি ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কথা বলে তাদের প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো পর্যায়ক্রমে প্রস্তুত করা হচ্ছে। সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় জনগণের জানমাল রক্ষায় জেলা প্রশাসন, চট্টগ্রাম এর তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় রেমাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর

এমবাপ্পের একমাত্র গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

১০

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

১১

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১২

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১৩

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১৪

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৫

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৬

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৭

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৮

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৯

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

২০
X