মোংলা প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

তলিয়ে গেছে সুন্দরবন

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ নিচু এলাকা ডুবে গেছে। ছবি : কালবেলা
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ নিচু এলাকা ডুবে গেছে। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃদ্ধি পেয়েছে সুন্দরবন উপকূলে নদ-নদীর পানি। এর ফলে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ নিচু এলাকা ডুবে গেছে।

রোববার (২৬ মে) দুপুর থেকে বৃষ্টিপাত হচ্ছে। কয়েকটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৭ হাজার মানুষ। বন্ধ রয়েছে মোংলা বন্দরের পণ্য ওঠানামার কাজ।

জানা গেছে, সকাল ১০টার সময় হঠাৎ শুরু হওয়া দমকা হাওয়ার কবলে পড়ে মোংলা নদীতে ৩০ জন যাত্রী নিয়ে ডুবে যায় একটি ইঞ্জিন চালিত ট্রলার। এ সময় স্থানীয়দের সহায়তায় সবাই তীরে উঠতে সক্ষম হয়। নদীতে তলিয়ে যায় ট্রলারটি। তবে কেউ কেউ বলছেন, গর্ভবতী এক নারী নিখোঁজ রয়েছেন। ওই ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় ও কোস্টগার্ড এর ডুবুরিদল। দুপুরে তারা ট্রলারটি পানির নিচে শনাক্ত হলেও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না জানান, রোববার বিকেল ৪টা পর্যন্ত জয়মনি, চিলা, সুন্দরবন ইউনিয়ন ও চাঁদপাই ইউনিয়নের বেশ কিছু সাইক্লোন সেল্টারে এবং পৌর শহরের কয়েকটি সাইক্লোন সেল্টারসহ সব মিলিয়ে প্রায় ৭ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। মোংলা উপজেলায় মোট ১০৩টি সাইক্লোন সেল্টার প্রস্তুত করা হয়েছে।

এদিকে, নদীতে স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ নিচু এলাকা ডুবে গেছে। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, করমজল এলাকা ৪/৫ ফুট পানিতে তলিয়ে গেছে। তিনি দাবি করেন, প্রজনন কেন্দ্রের বন্যপ্রাণী অক্ষত রয়েছে।

মোংলা বন্দরের কার্যক্রম শনিবার রাত থেকে বন্ধ রয়েছে। পুরোপুরি বন্ধ রাখা হয়েছে নদীতে সব ধরনের নৌযান চলাচল। বন্দরের জেটিতে নিরাপদে রাখা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের কয়েকটি যুদ্ধ জাহাজ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান জানান, কনট্রোল রুম থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। নিরাপদ অবস্থানে রাখা হয়েছে সব বাণিজ্যিক জাহাজ ও লাইটারগুলো।

সুন্দরবনে দায়িত্বে থাকা বন কর্মকর্তা ও কর্চামচারীরা নিরাপদ এলাকায় অবস্থান নিয়েছেন। শনিবার রাতে মোংলা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অফিস। এরপর আজ সকালে ৭ নম্বর বিপৎসংকেত নামিয়ে ১০ নম্বর মহাবিপৎসংকেত জারি করে আবহাওয়া অফিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

সুর নরম আইসিসির

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে

পল্টনে শিশু নির্যাতনের বিষয়ে আদালতকে যা বললেন পবিত্র কুমার

নুরুদ্দিন অপুর ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

সিজিএস আয়োজিত নীতি সংলাপ / বৈদেশিক নীতির বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যে পৌঁছানোর তাগিদ

দুপক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ৫

১০

আর্জেন্টাইন ভক্তদের দুঃসংবাদ দিলেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার

১১

বিশ্বকাপ ইস্যুতে এবার মুখ খুললেন সাকলায়েন মুশতাক

১২

‎ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : সালাহউদ্দিন আহমদ

১৩

পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প, সরিয়ে নিচ্ছেন গ্রেগরি বোভিনোকে

১৪

অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

১৫

এটা যেনতেন নির্বাচন নয়, দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনার নির্বাচন : ইসি সানাউল্লাহ

১৬

ঢাকা-৭ আসনকে আধুনিক হিসেবে গড়ে তোলা হবে : হামিদ

১৭

পরিবারে কোলেস্টেরলের ইতিহাস আছে? তাহলে কী খাবেন, কী খাবেন না

১৮

হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

১৯

গালফ ফুড ফেয়ারে তৃতীয়বারের মতো অংশগ্রহণ করছে আকিজ এসেনসিয়ালস লিমিটেড

২০
X