চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৯:৫৫ পিএম
আপডেট : ২৬ মে ২০২৪, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

প্রার্থীকে জেতাতে আ.লীগ নেতার টাকা দেওয়ার ভিডিও ভাইরাল

টাকা বিতরণে ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্র। আ.লীগ নেতা আব্দুল আল নোমান (ডানে)। ছবি : সংগৃহীত
টাকা বিতরণে ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্র। আ.লীগ নেতা আব্দুল আল নোমান (ডানে)। ছবি : সংগৃহীত

টাকা উড়ছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে। পছন্দের প্রার্থী মোহাম্মদ জাহেদুল হককে হেলিকপ্টার প্রতীকে ভোট দিতে ঘরে ঘরে গিয়ে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে বোয়ালখালী আমুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আল নোমানের বিরুদ্ধে।

সম্প্রতি টাকা বিতরণের এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, প্রচারের শেষের দিকে এসে পছন্দের প্রার্থীর পক্ষে জয় ছিনিয়ে নিতে ঘরে ঘরে যাচ্ছেন আ.লীগ নেতা আব্দুল আল নোমানের নেতাকর্মীরা। আর টাকা দিচ্ছেন হাতে হাতে। এমনকি খোদ আব্দুল আল নোমান গণসংযোগ করে টাকা দিচ্ছেন।

রোববার (২৬ মে) সকালে আমুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে ভোটারদের বাড়িতে গিয়ে গণসংযোগ করেন তিনি। তখন আ.লীগ নেতা এক নারীর কাছে জানতে চান তিনি এখানকার ভোটার কি না। পরে ওই নারী এলাকার ভোটার জানালে নোমানকে নতুন টাকার বান্ডেল থেকে ওই নারীর হাতে টাকা তুলে দেন।

স্থানীয়রা জানায়, উপজেলা নির্বাচনের প্রচারের শুরুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সমর্থক ছিলেন নোমান। পরে তিনি জেলা আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ব্যবসায়ী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জাহেদুল হকের হেলিকম্পটার প্রতীকে প্রচার আর গণসংযোগ চালান।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল আল নোমান বলেন, আমি কোনো ভোটারকে টাকা দেইনি। দৈনন্দিন জীবনে অনেককেই টাকা দিচ্ছি। কোনটা কিসের টাকা আমি জানি না। আমার কোনো কর্মীকে দিচ্ছি কি না বা চা-নাস্তা খেতে দিচ্ছি কি না তা আমাকে ভিডিও দেখালেই বলতে পারব।

প্রার্থীর পক্ষে টাকা বিতরণের বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মইনুল হক গণমাধ্যমকে বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। এতে কিছু লোকজনকে হেলিকম্পটার প্রতীকে প্রার্থীর পক্ষে প্রচার ও টাকা বিলি করতে দেখা গেছে। এটা অবশ্যই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।

তিনি বলেন, উপজেলা নির্বাচন আচরণবিধি ১৭ (গ) অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানে ভোটারদের কোনোপ্রকার উপহার বা বকশিশ প্রদান করতে পারবে না। এ বিষয়ে সত্যতা যাচাই করা হবে। কোনো প্রমাণ পাওয়া গেলে প্রার্থীকে শোকজ করা হবে। শোকজের জবাব অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ষষ্ঠ ধাপে বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন সাতজন। কিন্তু ভোটের মাঠে জোরেসোরে আলোচনায় রয়েছেন চারজন। তারা হলেন- হেলিকপ্টার প্রতীকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ জাহেদুল হক, মোটর সাইকেল প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, আনারস প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মো. শফিক ও দোয়াত-কলম প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম (রাজা মিয়া)। প্রতীক পেয়েই তারা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তারা ছুটছেন দিনরাত এক করে। নির্বাচনের দলীয় কোনো প্রার্থী না দিলেও বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা হঠাৎ মরিয়া হয়ে উঠেছেন তাদের মতাদর্শের প্রার্থীকে জেতাতে। নীরব ভোট বিপ্লবে এমন অভিযোগ উঠেছে এবারের নির্বাচনকে সামনে রেখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের দয়া চাইলেন ডব্লিউএইচও প্রধান

এবার প্রাকৃতিক নির্মমতার কবলে কাশ্মীর

‘জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে’

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আ.লীগ নেতা

ফিফা আরব কাপের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা

শহীদ আরমান মোল্লার পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি

বালিতে বনি-কৌশানীর একান্ত যাপন

টানা পাঁচ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস

আমি গুরুতর অসুস্থতায় ভুগছি: নুসরাত ফারিয়া

১০

রবি-আরতির বিচ্ছেদে বিপাকে কেনিশা

১১

কোন পথে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড?

১২

কিশোরগঞ্জে ট্রাকচাপায় নিহত ২

১৩

‘ড. ইউনূস পদত্যাগ করবেন না’

১৪

আলিয়ার কানে আত্মপ্রকাশ, এয়ারপোর্টেই বাজিমাত

১৫

হাসপাতালে থাকতে হবে মির্জা ফখরুলকে

১৬

বার্সেলোনার জার্সিতেই ক্যারিয়ার শেষ করতে চান রাফিনিয়া

১৭

৪০ কোটি ডলারের ‘উপহার’ পেয়ে বিপাকে ট্রাম্প

১৮

পাইকগাছায় বিএনপি নেতাকে অব্যাহতি

১৯

গুজবে কান দেবেন না : সেনাবাহিনী

২০
X