রাজধানীর ডেমরায় তৃতীয় বিয়ে করতে বাধা দেওয়ায় ছেলে বিষু সরকারের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ মে) সকাল ১০টার দিকে ডেমরার দেইল্লা এলাকায় মৃত উমেশ সরকারের (৬৫) বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিষু সরকার (২৭) তার বাবার ওপর প্রায়ই ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করতেন। এছাড়া তিনি আগে ২টি বিয়ে করার পরেও আরও একটি বিয়ে করার জন্য মরিয়া হয়ে ওঠেন। এ বিষয়ে সোমবার সকালে তার বাবা তৃতীয় বিয়ে না করার জন্য চাপ প্রয়োগ করলে তিনি কথাকাটাকাটির একপর্যায়ে বাবা উমেশ সরকারকে ছুরিকাঘাত করেন। পরে তাকে স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন। মৃত উমেশচন্দ্র সরকার ডেমরা স্টাফ কোয়ার্টার দেউল্লা এলাকার মৃত সুরেশ চন্দ্র সরকারের ছেলে।
ডেমরা থানার ওসি অপারেশন সুব্রত কুমার পোদ্দার বলেন, বিষু সরকার বিভিন্ন ধরনের নেশার সঙ্গে জড়িত। এ ছাড়া তিনি পূর্বে ২টি বিয়ে করেছেন। বর্তমানে আরও একটি বিয়ে করার জন্য পাঁয়তারা করছেন। আমরা সরেজমিনে তদন্ত করেছি আজ সোমবার তার বাবার সঙ্গে ঝগড়া হলে তিনি তার বাবাকে ছুরিকাঘাত করেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন